দেশ

IRCTC- র বড় চমক! QR কোড ব্যবহারে মিলবে টিকিট

IRCTC- র বড় চমক! QR কোড ব্যবহারে মিলবে টিকিট
Key Highlights

রেল যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল IRCTC। Paytm এবং IRCTC-র যৌথ উদ্যোগে QR কোডের সাহায্যে খুব সহজেই যাত্রীরা ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন ( Indian Railway Catering and Tourism Corporation) বা IRCTC যে সব নিত্যযাত্রী ভারতের ডিজিটাল ওয়েভে অভ্যস্ত, তাদের কথা মাথায় রেখে রেলস্টেশনে QR কোডের সুবিধা এনেছে। 

গোটা বিষয়টি IRCTC- Paytm এর যৌথ উদ্যোগের ফলে করা হচ্ছে। Paytm এর তরফ থেকে জানানো হয়েছে-- তারা IRCTC-র সঙ্গে নিজেদের যৌথতা বাড়িয়েছে৷ যার ফলে ভারতীয় রেল দেশের সমস্ত রেলস্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন তৈরি করার দিকে হাঁটতে চলেছে।

এবার প্রশ্ন উঠতে পারে- ডিজিটাল টিকিট ভেন্ডিং মেশিন তো গোটা দেশেই রয়েছে। তবে IRCTC নতুন কী কর‍তে চলেছে? চমক থাকছে এখানেই। 

বর্তমানে সারা ভারতে এক ডিজিটাল বুম চলছে৷ গোটা দেশের মানুষ ডিজিটালি একে অপরের সঙ্গে এবং দেশের প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংযোগস্থাপন করতে চাইছেন৷ সেই জায়গা থেকে ভারতীয় রেলের এই নিয়ম নাগরিকদের বেশ সুবিধা করে দেব বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়-- কোভিডের ঢেউ এখনও পর্যন্ত কাটেনি। রেলের লম্বা লাইনে দাঁড়ানো বেশ বিরক্তিকর হতে পারে। তাই দরকার পর্যাপ্ত পরিকাঠামো এবং ইকুইপমেন্টের। সেই দিকেই একধাপ এগোতে চলেছে ভাররীয় রেল। অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন / Automatic Ticket Vending Machines (ATVM) সারা দেশে থাকলেও কোনও মেশিনেই QR কোড দেওয়ার প্রচলন নেই। সেই জায়গা থেকে এই উদ্যোগ একেবারে নতুন।

টিকিট কাটার পদ্ধতি খুবই সহজ। আসুন সেই পদ্ধতি সম্পর্কে আমরা অবগত হওয়া যাক -

  1. প্রথমে ATVM থেকে একটি নির্দিষ্ট স্টেশন বেছে নিন।
  2. পেমেন্ট বিকল্প হিসেবে (পেটিএম)Paytm-কে বেছে নিন।
  3. এবার স্ক্রিনে বা পর্দায় আসা QR কোডটি স্ক্যান করুন।
  4. সিলেকশন অনুযায়ী একটি ফিজিকাল টিকিট পেয়ে যান।

যাত্রীরা নিজেদের অসংরক্ষিত টিকিট থেকে প্ল্যাটফর্ম টিকিট সমস্তটাই কাটতে পারবেন৷ পেটিএম, UPI, Paytm ওয়ালেট দিয়ে পেমেন্ট করা যাবে।