খেলাধুলা

Gautam Gambhir । টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব পেলেন গৌতম গম্ভীর! 'আমার লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা'-লিখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার!

Gautam Gambhir । টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব পেলেন গৌতম গম্ভীর! 'আমার লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা'-লিখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার!
Key Highlights

টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ হিসেবে নিয়োগ করা হলো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে! রাহুল দ্রাবিড়ের ছেড়ে আসা জুতোয় অবশেষে পা গলালেন গম্ভীর। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপরই আজ, ৯ই জুলাই রাতে বিসিসিআই সচিব জয় শাহ সোশাল মিডিয়ায় লেখেন, ”অত্যন্ত আনন্দের সঙ্গে আমি ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি।” তাঁর ঘোষণার সঙ্গে সঙ্গে অপেক্ষারও অবসান হল।

টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ হিসেবে নিয়োগ করা হলো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে!  রাহুল দ্রাবিড়ের ছেড়ে আসা জুতোয় অবশেষে পা গলালেন গম্ভীর। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপরই আজ, ৯ই জুলাই রাতে বিসিসিআই সচিব জয় শাহ সোশাল মিডিয়ায় লেখেন, ”অত্যন্ত আনন্দের সঙ্গে আমি ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি।” তাঁর ঘোষণার সঙ্গে সঙ্গে অপেক্ষারও অবসান হল। 

 গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন এই ইঙ্গিত গত মাস থেকেই পাওয়া যাচ্ছিলো। এই তালিকায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডব্লিউ ভি রমন থাকলেও, শেষপর্যন্ত তিনি জায়গা করে নিতে পারেন নি। বরাবরই দলের মেন্টর হিসেবে কাজ করতেই বেশি পছন্দ করেন গৌতম গম্ভীর। ২০২২ এবং ২০২৩ মরশুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্ট দলের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। দু'বারই লখনউয়ের এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি আইপিএল টুর্নামেন্টের প্লে-অফ রাউন্ডে নাম লেখান। এরপর ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স দলের কোচ হিসেবে যোগ দেন তিনি। ইতিপূর্বে কলকাতা নাইট রাইডার্স ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল খেতাব জয় করেছিল। সেইসময় নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তিনি। এরপর ১০ বছর কোনও খেতাব জিততে পারেনি কেকেআর। তবে ২০২৪ সালে ফের কেকেআর ব্রিগেডের মেন্টর হিসেবে যোগ দেন গৌতম গম্ভীর। আর এরপরই আইপিএল খেতাব জয় করে কলকাতা নাইট রাইডার্স।

আজকেই ইনস্টল করুন:  Bengali news app

এবার টিম ইন্ডিয়ার কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। তবে রয়েছে চ্যালেঞ্জও। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। এদিকে ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০২৭ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। এই তিনটে আইসিসি ট্রফিতে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স করে, সেদিকেই আপাতত গোটা দেশ তাকিয়ে। গৌতম গম্ভীর অবশ্য চিরকালই চ্যালেঞ্জ নিয়েছেন। দেশের সেবা তাঁর কাছে সবসময়েই অগ্রাধিকার পায়। গম্ভীর সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ”ভারত আমার পরিচয় এবং দেশের সেবা করা আমার জীবনে সবসময়ে প্রাধান্য পেয়ে এসেছে।” 


Cyclone Mantha-Odisha | ওডিশা উপকূলে ঘূর্ণিঝড় ‘মান্থা’ আছড়ে পড়ার আশঙ্কা, পুরীর সমুদ্রে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের
Delhi | কলেজের রাস্তায় ছাত্রীর ওপর অ্যাসিড হামলা! শোরগোল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
Pakistan-Salman Khan | বালোচিস্তান নিয়ে কথা বলায় সলমান খানকে 'জঙ্গি' ঘোষণা করল পাক-সরকার!
SIR-Election Commission | সামনেই নির্বাচন, এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক ডাকলেন জাতীয় নির্বাচন কমিশন!
Lionel Messi | কেরলে ম্যাচ খেলবেননা মেসি, সরাসরি আসবেন কলকাতাতেই! জানালেন আয়োজকরা
HIV Infection | থ্যালাসেমিয়ার চিকিৎসায় রক্ত নিতে এসে HIV সংক্রমিত হলো পাঁচ শিশু! ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালে তোলপাড়
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali