এক্সিডেন্ট

ভয়াবহ কান্ড কামালগাজির কারখানায়, গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েছে কারখানার কর্মীরা

ভয়াবহ কান্ড কামালগাজির কারখানায়, গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েছে কারখানার কর্মীরা
Key Highlights

গ্যাস লিক করায় ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকায়। আতঙ্ক ছড়ায় কারখানার কর্মীদের মধ্যে। দুর্ঘটনা এড়াতে এলাকা খালি করার চেষ্টা চালানো হচ্ছে।

কামালগাজির একটা কারখানায় ভয়াবহ গ্যাস লিক। লিক সারানোর কাজ করতে গিয়েছিলেন যে কর্মীরা তাদের মধ্য়ে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। এরপর স্থানীয় কয়েকজনও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলছে। দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। কর্মীদেরও কারখানা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে।

এদিকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। কর্মীদের একাংশ গ্যাস মাস্ক পরে কারখানায় ঢোকার চেষ্টা করেন। তবে একাধিক দমকল কর্মীও অসুস্থ বোধ করছেন। স্থানীয় সূত্রে খবর, ঠান্ডা পানীয় তৈরির কারখানায় সোমবার গ্যাস লিক করে। মূলত অ্যামোনিয়া গ্যাস লিক করেছে বলে মনে করা হচ্ছে। ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে এলাকায়। গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। কর্মীদের মধ্যে প্রথমে আতঙ্ক ছড়ায়। বাইরের লোকজন যাতে এলাকায় ঢুকতে না পারেন সেজন্যও চেষ্টা চালানো হচ্ছে। বাসিন্দারাও আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিয়েছেন।

এদিকে এলাকায় গাড়ি চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই মুখে রুমাল বেঁধে ঘুরছেন। নতুন করে যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন সেজন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে দমকলের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম উদ্যোগ নিচ্ছেন। অসুস্থদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে।


Mohun Bagan vs Jamshedpur FC । ড্র থেকে কামব্যাক সবুজ মেরুনের, জামশেদপুরের বিরুদ্ধে ৩:০ ব্যবধানে জয় পেল মোহনবাগান
India vs Australia । "বুমরাহর বুমেরাং " ! পার্থে প্রথম টেস্টে টানটান উত্তেজনা, বুমরাহ ম্যাজিকে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!
Coromandel Express Accident | করমণ্ডল দুর্ঘটনায় মৃত্যু প্রায় ৩০০ জনের! কী কারণে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? জানালেন রেলমন্ত্রী!
Biography of Sri Aurobindo Ghose | কর্মযোগী ~ঋষি অরবিন্দ ঘোষ
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী, বাংলার গৃহবধূরা প্রতিমাসে পাবে হাজার টাকা হাতখরচ