কেন্দ্রীয় ভাবে কলেজে ভর্তি হবে অনলাইনেই, মুখ্যমন্ত্রীর সম্মতি মিলেছে বলে জানালেন ব্রাত্য বসু

Thursday, June 2 2022, 5:27 pm
highlightKey Highlights

রাজ্য জুড়ে সমস্ত কলেজের জন্য তৈরি করা হবে একটি পোর্টাল। সেই পোর্টালে নাম, নম্বর ও কোন বিষয় পড়তে ইচ্ছুক— তা জানিয়ে দিতে হবে পড়ুয়াদের।


রাজ্যের সমস্ত কলেজে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালানো হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে। উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠকে মিলিত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই শিক্ষামন্ত্রী জানান, "কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যাপারে মুখ্যমন্ত্রীর সম্মতি মিলেছে। এ বছর থেকেই তা চালু করে দিতে চায় সরকার। উপস্থিত উপাচার্যরাও রাজ্যের এই সিদ্ধান্তে সহমত হয়েছেন।"  ব্রাত্য বলেন, ‘‘স্বচ্ছতার স্বার্থেই অনলাইন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।’’

আরও পড়ুন: মাছ, মাংস রান্নার আগে কী ম্যারিনেট করে রাখেন? তাহলে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি, জেনে নিন

Trending Updates

এর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয় এই পদ্ধতি চালু করেছিল। এ বার রাজ্য জুড়ে একই প্রক্রিয়ায় স্নাতক স্তরে ভর্তি হবে। এর ফলে কোনও পড়ুয়াকে কলেজে এসে ফর্ম নিতে বা জমা দিতে হবে না, থাকবে না স্বজনপোষণের সুযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File