আবহাওয়া

Weather Update | কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা! উত্তরবঙ্গের ৩ জেলায় জারি কমলা সতর্কতা!

Weather Update | কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা! উত্তরবঙ্গের ৩ জেলায় জারি কমলা সতর্কতা!
Key Highlights

আজ অর্থাৎ শুক্রবার থেকেই বৃষ্টিপাতের পরিমাণ কমবে কলকাতা ও দক্ষিণবঙ্গের অধিকাংশে। প্রবল বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি উত্তরবঙ্গের ৩ জেলায়। গোটা ভারতেই প্রবেশ বর্ষার।

সকাল বেলায় শহর কলকাতায় বেশ রোদ ঝলমলে ছিল আকাশ। সামান্য বেলা বাড়তে বাড়ছে সেরকম গরমও। জানা গিয়েছে বৃষ্টি  কলকাতায় (Kolkata)। তবে দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি চলবে। বেশ কয়েক জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টিরজন্য কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া । Weather in Kolkata :

 প্রায় তিন দিন ধরে লাগাতার বর্ষণে ভিজেছে কলকাতা। এর জেরে শহরের একাধিক জায়গায় জমেছিলো জল। লাগাতার বৃষ্টির জন্য কমেছিল তাপমাত্রাও। তবে আজ অর্থাৎ ৩০সে জুন সকালেই মেঘ কাটিয়ে দেখা দিয়েছে সূর্য। দিন কয়েকের বৃষ্টির জন্য তাপমাত্রা কমলেও এদিন সকালে চড়া রোদের জন্য আবারও বেড়েছে গরম। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বহুদিনের তাপপ্রবাহে নাজেহাল হওয়ার পর বর্ষার (Monsoon) আগমনে বেশ স্বস্তি পেয়েছিলো কলকাতাবাসী। তবে ফের একই দিকে ঘুরতে চলেছে আবহাওয়ার চাকা। জানা গিয়েছে, শহরে বৃষ্টিপাতের পরিমান কমতে চলেছে।এদিন কলকাতায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কমায় আগামীকাল থেকেই বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তিও। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৮-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া । Weather in South Bengal :

কলকাতার মতো দক্ষিণবঙ্গেও আগের তুলনায় কমতে চলেছে বৃষ্টিপাত। শনিবার থেকে সোমবারের মধ্যে বাড়বে তাপমাত্রা। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃষ হওয়ার সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তিও। যদিও, আজ হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মুর্শিদাবাদ (Murshidabad), বীরভূম (Birbhum),নদিয়া (Nadia) ও উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া । Weather in North Bengal :

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। এমনকি উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ারে (Alipurduar) ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), মালদা (Malda), উত্তর ও দক্ষিণ দিনাজপুরে (North and South Dinajpur)।

প্রবল বৃষ্টির কারণে আশঙ্কা করা হচ্ছে, পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড (Landslide) অর্থাৎ ভূমিধস হতে পারে। এছাড়াও, ইতিমধ্যেই তিস্তা (Teesta), তোর্সা (Torsa), জলঢাকা (Jaldhaka), সংকোষের (Sankosh) মতো নদীগুলিতে বাড়ছে জলস্তর। যা ক্রমশ ছুঁয়ে ফেলছে বিপদসীমা।

ভারতের আবহাওয়া । Weather in India :

মৌসম ভবন (Mausam Bhavan) জানিয়েছে, পূর্ব-পশ্চিম  নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করেছে রাজস্থানে (Rajasthan)। যা অক্ষরেখার অন্য প্রান্ত বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে। এই রেখার ফলেই ফলে সক্রিয় মৌসুমী বায়ু। আগামীকাল এই রেখা সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন গুজরাত (Gujarat), রাজস্থান (Rajasthan), পঞ্জাব (Punjab), হরিয়ানাতে (Haryana) প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশ (Uttar Pradesh), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand) এবং পূর্ব ভারতের অসম (East India's Assam ), মেঘালয় (Meghalaya), অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh)। পাশাপাশি সিকিম (Sikkim) এবং বিহারেও (Bihar) ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।


Odisha | থামলো ১৫ দিনের লড়াই, পুরীতে মর্মান্তিক মৃত্যু হলো অগ্নিদগ্ধ কিশোরীর
Ukraine-Russia Conflict | রাশিয়ার তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন, মৃত ১ নারী সহ ৩, আহত ২ জন
Priyojit Ghosh | জিমে হার্ট অ্যাটাক! অকালে প্রাণ হারালেন বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার
360 Degree Ride | বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে ভেঙে পড়লো ৩৬০ ডিগ্রি ঘূর্ণায়মান জয় রাইড!
Vice President Election | ধনখড়ের পদে বসবেন কে? উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন!
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!
Indians Missing in Iran | ইরানের মাটিতে নিখোঁজ ৩ ভারতীয়, উদ্বিগ্ন পরিবার, তৎপর ভারতীয় দূতাবাস