Kolkata Metro | ভরসন্ধ্যায় মেট্রোর লাইনে ঝাঁপ যুবকের! ব্যস্ত সময়ে ব্যাহত হলো পরিষেবা, ভোগান্তিতে ব্লু লাইনের যাত্রীরা

Sunday, January 11 2026, 2:59 pm
Kolkata Metro | ভরসন্ধ্যায় মেট্রোর লাইনে ঝাঁপ যুবকের! ব্যস্ত সময়ে ব্যাহত হলো পরিষেবা, ভোগান্তিতে ব্লু লাইনের যাত্রীরা
highlightKey Highlights

এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মেট্রো নেতাজি ভবন স্টেশনে ঢুকছিল। সেসময় লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি।


ছুটির দিনে মেট্রোর ব্লু লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। যার জেরে ব্যাহত হলো ব্লু লাইনের পরিষেবা। সূত্রের খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নেতাজি ভবন স্টেশনে ঢুকছিল মেট্রো। সেসময় আচমকা লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। কোনোরকমে ট্রেন থামানোর চেষ্টা করেন চালক। লাইনে ঝাঁপ মারার ফলে গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ চলাচল বন্ধ রয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত আংশিক পরিষেবা শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File