New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!

Monday, April 29 2024, 1:45 pm
highlightKey Highlights

নতুন অর্থবর্ষ শুরু হওয়ার পর থেকেই একাধিক ব্যাঙ্ক তাদের বিভিন্ন পরিষেবার নিয়মে বদল এনেছে। বৃদ্ধি করা হয়েছে সার্ভিস চার্জ। আগামী ১ মে থেকে যেমন ব্যাঙ্কের চার্জের পরিবর্তন আছে, তেমনই আছে স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদ বৃদ্ধি।


প্রত্যেক মাসের মতো মে মাস থেকেও বহু ক্ষেত্রে নয়া নিয়ম চালু হতে চলেছে। যা আমজনতার মানুষের পকেটে প্রভাব ফেলবে। এই তালিকায় যেমন রয়েছে এলপিজি সিলিন্ডারের দাম (lpg cylinder price), তেমনি রয়েছে ব্যাঙ্ক  সংক্রান্ত একাধিক বিষয়। জেনে নেওয়া যাক আগামী ১ মে থেকে অর্থ সংক্রান্ত কোন কোন নিয়ম পালটে যাচ্ছে।

এলপিজি সিলিন্ডারের দাম :

সাধারণত প্রতি মাসের পয়লা দিনে এলপিজি সিলিন্ডারের দাম (lpg cylinder price) অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়ে থাকে। গত কয়েক মাস ধরে মোটামুটি নিয়ম করে মাসের পয়লা দিনেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হেরফের করা হয়েছে। তবে দীর্ঘদিনই মাসের পয়লা দিনে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হেরফের করা হয়নি।

Trending Updates

ইউটিলিটি বিল পেমেন্টে চার্জ :

ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC First Bank) জানিয়েছে, তারা ১মে থেকে ইউটিলিটি বিল পেমেন্টে ১ শতাংশ চার্জ নেবে। এর কারণে আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০০০ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেন তবে আপনাকে অতিরিক্ত ২০ টাকা দিতে হবে। ইয়েস ব্যাঙ্ক ইউটিলিটি বিলগুলিতে ১৫০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে ব্যবহারের সীমা দিয়েছে এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ২০০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে ব্যবহারের সীমা দিয়েছে। ফলে আপনি ইয়েস ব্যাঙ্ক থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ইউটিলিটি বিল পরিশোধ করতে সক্ষম হবেন। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কোনও ফি প্রদান ছাড়াই এই সুবিধা পাবেনগ্রাহকরা। এর উপরে পেমেন্ট করলে ১% চার্জের পাশাপাশি ১৮% GST দিতে হবে।

এইচডিএফসি ব্যাঙ্কের সিনিয়র কেয়ার এফডি-র সময়সীমা বৃদ্ধি :

শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য যে স্পেশাল ফিক্সড ডিপোজিট (FD) স্কিম চালু করেছে HDFC ব্যাঙ্ক, সেটার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। ওই এফডি স্কিমে সুদের হার বেশি। আগামী ১০ মে পর্যন্ত HDFC ব্যাঙ্কের সেই এফডি স্কিমে বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা।

আইসিআইসিআই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের চার্জের পরিবর্তন :

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) তাদের সেভিং অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধি ঘোষণা করেছে। চেক বুক ইস্যু থেকে শুরু করে আইএমপিএস ট্রান্সফার, ডেবিট কার্ডের বার্ষিক ফি বাড়ানো হয়েছে ১ মে থেকে।  

  • ডেবিটা কার্ডের বার্ষিক চার্জ বৃদ্ধি করা হয়েছে।  প্রতি বছরে ২০০ টাকা দিতে হবে। গ্রামীণ এলাকার জন্য সেই অঙ্কটা হল ৯৯ টাকা।
  •  আইসিআইসিআই ব্যাঙ্কের চেকবুকে প্রথম ২৫টি পাতা ব্যবহারের ক্ষেত্রে কোনও চার্জ দিতে না হলেও, এরপরে প্রতি পাতায় ৪ টাকা করে চার্জ লাগবে।
  • আইসিআইসিআই সেভিং অ্যাকাউন্ট (icici saving account) বন্ধ করার জন্য কোনও চার্জ লাগবে না। এছাড়া ব্যালেন্স সার্টিফিকেট, ইন্টারেস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও কোনও টাকা লাগবে না। তবে সই অ্যাটেস্টেট করার জন্য ১০০ টাকা চার্জ লাগবে।
  • ১,০০০ টাকা পর্যন্ত IMPS-র ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ২.৫ টাকা লাগবে। ১,০০১ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হলে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে পাঁচ টাকা লাগবে। ২৫,০০১ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত IMPS করা হলে প্রতিটি লেনদেনের জন্য ১৫ টাকা খরচ পড়বে।
  • স্টপ পেমেন্ট চার্জ: চেকের ক্ষেত্রে ১০০ টাকা লাগবে। কাস্টমার কেয়ার আইভিআর এবং নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনও অর্থ লাগবে না।

ইয়েস ব্যাঙ্কের ক্ষেত্রেও সেভিং অ্যাকাউন্টের চার্জ বৃদ্ধি :

আইসিআইসিআই ব্যাঙ্কের মতো ইয়েস ব্যাঙ্ক-ও তাদের সেভিং অ্যাকাউন্টের চার্জও বাড়াচ্ছে। ১ মে থেকেই এই নতুন চার্জ কার্যকর হচ্ছে। এক্ষেত্রে এলিমেন্ট ডেবিট কার্ডের জন্য প্রতি বছর ২৯৯ টাকা চার্জ দিতে হবে। এনগেজ ডেবিট কার্ডের জন্য প্রতি বছর ৩৯৯ টাকা চার্জ দিতে হবে। এক্সপ্লোর ডেবিট কার্ডের জন্য বছরে ৫৯৯ টাকা চার্জ দিতে হবে এবং রুপে ডেবিট কার্ড (কিসান অ্যাকাউন্ট)-র জন্য বছরে ১৪৯ টাকা চার্জ দিতে হবে।

প্রসঙ্গত, অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করার ক্ষেত্রে প্রথম ৫টি লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। এরপরে প্রতি লেনদেনে ২১ টাকা করে চার্জ লাগবে। এছাড়া নন-ফিন্যান্সিয়াল ট্রান্সজাকশনের ক্ষেত্রে ১০ টাকা লাগবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File