Rafael Nadal: লাল মাটি তাঁর, শুধু তাঁর!
জোকোভিচের বিরুদ্ধে নিজেকে পিছিয়ে রাখলেও শেষে নিজেকেই ভুল প্রমান করলেন নাদাল।
বিগত কয়েকদিন চোটে এতটাই কাহিল ছিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল, যে বর্তমানে নাকি তার প্রতিটি ম্যাচ খেলতে নামার আগে মনে হচ্ছে, এটিই তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। তার পর যখন শুনলেন, পছন্দের ‘ডে স্লটে’ ম্যাচ পাননি, খেলা শুরু হবে রাত ৯টায়, তখন আরও ভেঙে পড়েছিলেন। রাখঢাক না করেই ম্যাচের আগে নোভাক জোকোভিচকে এগিয়ে রেখেছিলেন নাদাল।
কিন্তু নিজেকে ভুল বোঝার সাথে সাথে ভবিতব্যও বুঝতে ভুল হয়েছিল ‘কিং অফ ক্লে’-র। শেষ পর্যন্ত নিজেকে ভুল প্রমাণ করার আনন্দ নিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন নাদাল। জোকোভিচকে হারালেন ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ গেমে।
বিশ্ব টেনিসের ওপেন এরায় এই প্রথম কোনও ম্যাচে এমন দু’জন মুখোমুখি হয়েছিলেন, যাঁদের প্রত্যেকের অন্তত ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম খেতাব আছে, অন্তত ৩০০টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয় আছে এবং সব মিলিয়ে অন্তত এক হাজার ম্যাচ জয় আছে।
- Related topics -
- খেলাধুলা
- টেনিস
- টেনিস টুর্নামেন্ট