RIP Jatu Lahiri: প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী, শোকগ্রস্ত রাজনৈতিক মহল।
Key Highlightsএই বর্ষীয়ান রাজনীতিবিদ হাওড়া শিবপুরের টানা ৫বারের বিধায়ক ছিলেন।
প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। আজ, বৃহস্পতিবার সকালে হাওড়া শিবপুরের অম্বিকা কুণ্ডু বাই লেনে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
প্রয়াত প্রাক্তন বিধায়কের পরিবারের তরফে জানা গিয়েছে, গত ২০২২ সালে তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন। তারপর থেকেই শরীর আরও দুর্বল হয়ে পড়েছিল তাঁর। বাথরুমে পড়ে যাবার ফলে তিনি শারীরিক ছোট পাশাপাশি তাঁর মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল বলেও জানা যায়।
তিনি ২৮শে এপ্রিল ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। কংগ্রেসের সহায়তায় তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯১ সালে তিনি প্রথমবার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। তিনি সেই কেন্দ্র থেকে বিধায়ক হন। ১৯৯৬ সালেও তিনি ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন। তৃণমূল গঠনের পর কংগ্রেস থেকে জোরাফুল শিবিরে যোগ দেন জাটু। তিনি ২০২১ সাল পর্যন্ত টানা পাঁচবার শিবপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন। যাইহোক, ২০২১ সালে, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই রাজনীতি থেকে দূরে সরে যান এই বর্ষীয়ান রাজনীতিবিদ।
তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।
- Related topics -
- শান্তিতে বিশ্রাম
- রাজনীতিবিদ
- মৃত্যু
- বিধায়ক
- হাওড়া জেলা
- রাজ্য








