প্রয়াত টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান শিল্পপতি সাইরাস মিস্ত্রি, মুম্বইয়ে এক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু
রবিবার মুম্বইয়ের পালঘরে এক পথ দুর্ঘটনার ফলে মৃত্যু হল টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির।
মুম্বইয়ের পালঘরে টাটা গোষ্ঠী প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির গাড়িটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
গুজরাতের আমেদাবাদ থকে মুম্বই আসার পথে সাইরাস মিস্ত্রির গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর গাড়িতে চারজন ছিলেন। চারজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গাড়িটি প্রচন্ড গতিতে চলছিল। বর্তমানে হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
মুম্বইয়ে জন্ম শিল্পপতি সাইরাস মিস্ত্রির। তিনি টাটাগোষ্ঠীর ষষ্ঠতম চেয়ারম্যান। টাটা পদবি ছাড়া দ্বিতীয় চেয়ারম্যান তিনি। ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান ছিলেন। টাটা গোষ্ঠীতে তাঁর উত্তরণ হয় রতন টাটা সরে যাওয়ার পর। ২০১২ সালে রতন টাটার স্থলাভিষিক্ত হন তিনি। তিনি ছিলেন সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবথেকে বেশি শেয়ার হোল্ডার ছিলেন তিনি।
ওই গাড়িটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কি না তা জানার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। কী কারণে সেতুর ডিভাইডের ধাক্কা মারল গাড়িটি, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনও গাড়ির কারণে এই দুর্ঘটনা কি না, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ চারজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাইরাসকে মৃত বলে ঘোষণা করা হয়।
- Related topics -
- দেশ
- মুম্বাই
- পথদুর্ঘটনা
- মৃত্যু
- টাটা গ্রূপ
- প্রাক্তন চেয়ারম্যান