CBI তদন্তের দাবী, বন্ধু খুনে অভিযুক্ত অলিম্পিকে পদকজয়ী বীরেন্দ্র

Wednesday, June 29 2022, 9:29 am
highlightKey Highlights

অলিম্পিক পদকজয়ী হকি খেলোয়াড় বীরেন্দ্র লাকড়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃত বন্ধুর পরিবারের পক্ষ থেকে।


মঙ্গলবার ভারতীয় হকি খেলোয়াড় বীরেন্দ্র লাকড়ার বিরুদ্ধে নিহতের বাবা তার শৈশবের বন্ধু আনন্দ টপ্পোকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভুবনেশ্বরে অলিম্পিয়ানের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় আনন্দকে। তার বাবা বাঁধন ওড়িশা পুলিশের বিরুদ্ধে লাকরাকে রক্ষা করার অভিযোগ করেছেন।

বাঁধন জানিয়েছেন যে তিনি গত চার মাস ধরে একটি এফআইআর দায়ের করতে সংগ্রাম করছেন কিন্তু রাজ্য পুলিশ তাকে সাহায্য করেনি, তাকে তার অভিযোগ নিয়ে প্রকাশ্যে যেতে বাধ্য করেছে।

৩২ বছর বয়সী বীরেন্দ্র লাকড়া টোকিও গেমসে ভারতের ব্রোঞ্জ পদক জয়ী দলের অংশ ছিলেন।

Trending Updates

ছেলে আত্মহত্যা করেনি। বীরেন্দ্র লাকড়া ও বান্ধবী মনজিৎ টেটে এই মৃত্যুর সঙ্গে পুরোপুরি জড়িত। ২৮ ফেব্রুয়ারি, আমরা বীরেন্দ্রের কাছ থেকে ফোন পাই যে তিনি আনন্দকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। পরে তিনি বলেছিলেন আনন্দ আর নেই। ওকে মেরে ফেলা হয়েছে।

আনন্দের বাবা বন্ধন টপ্পো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন

সূত্রের মতে, ঘটনাটির সূত্রপাত একটি ত্রিকোণ প্রেমের থেকে, যদিও লাকরা এবং আনন্দ দুজনেই বিবাহিত ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File