খেলাধুলা

বিশ্বকাপ চলাকালীন ফুটবল প্রেমীদের জন্য দুর্সংবাদ! ফুটবল সম্রাট পেলে ফের ভর্তি হাসপাতালে

বিশ্বকাপ চলাকালীন ফুটবল প্রেমীদের জন্য দুর্সংবাদ! ফুটবল সম্রাট পেলে ফের ভর্তি হাসপাতালে
Key Highlights

দীর্ঘদিন যাবৎ মারণ রোগ ক্যান্সারের সাথে লড়াই করেছেন পেলে, বর্তমানে হাত-পা ফুলে গিয়েছে হাসপাতালে ভর্তি রয়েছেন ফুটবল সম্রাট। রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও।

কোলন ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি ফুটবলার পেলে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হলেন। অতি সংকটজনক শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরেই শরীরের কিছু অংশ ফুলে যাচ্ছিল। বিশেষজ্ঞ চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন ফুটবল সম্রাটকে। হৃদরোগে আক্রান্তের ও আশঙ্কা করা হচ্ছে।

পেলেকে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপাতত রয়েছেন চিকিৎসাধীনে

ফের হাসপাতালে ভর্তি করতে হল ফুটবল সম্রাট পেলেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি ঠিকমতো খাবার খেতে পারছেন না। রয়েছে হৃদরোগের সমস্যাও। ফুলে রয়েছে শরীর। হঠাৎ কররেই শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ফ হাসপাতালে ভর্তি করতে হয় পেলেকে৷

গত কয়েকদিনে বারবারই হাসপাতালে ভর্তি হওয়ার ফলে মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন তিনি। মঙ্গলবার অবস্থা অবনতি হওয়ায় সাও পাওলোর অ্যালবার্ট হাসপাতালে ভর্তি করতে হয়েছে পেলেকে। তাঁর সঙ্গে রয়েছেন পেলের স্ত্রী মার্সিয়া৷ গত এপ্রিল মাসেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি।

৮২ বছর বয়সী এই কিংবদন্তি, কোলন ক্যান্সারে আক্রান্ত হন। ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁর কোলন থেকে একটি টিউমার সরানো হয়৷ তারপর থেকে তিনি নিয়মিত চিকিৎসার জন্য বারবার হাসপাতালে যেতে হয়েছে তাঁকে৷ তাঁর মেয়ে, কেলি নাসিমেন্টো, একটি পোস্ট করে জানিয়েছেন, “আজ আমার বাবার স্বাস্থ্য নিয়ে মিডিয়াতে প্রচুর কথা হচ্ছে। তিনি হাসপাতালে এসেছেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য।বড় ধরনের কোনও সমস্যা হয়নি। তাই উদ্বেগের কিছু নেই। আমি নতুন বছরের জন্য বাবার কাছেই থাকব এবং তাঁর কিছু ছবি পোস্ট করার প্রতিশ্রুতি দিচ্ছি।”



Love Brain | দিনে ১০০ বার প্রেমিককে ফোন! উত্তর না পেয়ে জিনিসপত্র ভাঙচুর করতেন তরুণী! হাসপাতালে নিয়ে যেতেই ধরা পরে 'ভালোবাসার পোকা বা 'লাভ ব্রেন'!
Tan Removal Pack | ট্যান দূর না করলে ত্বক পুড়ে কালো তো হবেই, সঙ্গে হতে পারে ত্বকের নানা সমস্যাও! দেখুন বাড়িতে কীভাবে বানাবেন ট্যান রিমুভ্যাল প্যাক!
Monks | পাশ করা IIT-র মতো দেশ-বিদেশের নামী বিশ্ববিদ্যালয় থেকে! লক্ষ টাকার চাকরি পেয়েও সব মোহো ত্যাগ করে আজ তারা সন্ন্যাসী!
Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!
আজকের সেরা খবর | ভোটে মনোনীত প্রার্থীদের তুলনায় নোটা বেশি ভোট পেলে কী করণীয়? নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla