খেলাধুলা

আইএসএলের ম্যাচে ছয় গোল! মুম্বই সিটি এফসি রুখে দিল হায়দ্রাবাদ এফসিকে

আইএসএলের ম্যাচে ছয় গোল! মুম্বই সিটি এফসি রুখে দিল হায়দ্রাবাদ এফসিকে
Key Highlights

আইএসএলে মুম্বই সিটি এফসি রুখে দিল গতবারের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসিকে।

অমীমাংসিতভাবেই শেষ হলো পুনের শ্রী শিবছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত জমজমাট ম্যাচটি। সম্পূর্ণ ম্যাচ শেষে মোট ৬টি গোল হলো, খেলার ফলাফল হল ৩-৩। বিরতিতে স্কোরলাইন ছিল ১-১।

প্রথম থেকেই আক্রমণ, প্রতি আক্রমণে জমজমাট দ্বৈরথ ছিল বেশ উপভোগ্য। প্রথমার্ধে দাপট বেশি ছিল মুম্বই সিটি এফসিরই। ম্যাচের ২৩ মিনিটে চিংলেনসানা সিংয়ের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। এরপর আরও আক্রমণাত্মক হয়ে যায় তারা। হায়দরাবাদ এফসির ফুটবলাররা যে চাপে রয়েছেন তা বোঝা যাচ্ছিল। মুম্বই সিটির আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিল গতবারের চ্য়াম্পিয়নরা। পাস ঠিকঠাক হচ্ছিল না। প্রথমার্ধের ২ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করেন রেফারি। এই সময়কালেই লালেংমাউইয়া রালতে পেনাল্টি বক্সের মধ্যে বার্থোলোমিউ ওগবেচেকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি। হলুদ কার্ড দেখেন রালতে। পেনাল্টি থেকে গোল করেন জোয়াও ভিক্টর। 

৫১ মিনিটে হায়দরাদ এফসি এগিয়ে যায় হোলিচরণ নার্জারির করা গোলে। মাঝমাঠ থেকে জোয়েল চিয়ানিজ বল বাড়িয়েছিলেন মহম্মদ ইয়াসিরকে লক্ষ্য করে। তাঁর থেকে বল পয়ে তা প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি হোলিচরণ। যদিও এই অগ্রগম খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। ৬৮ মিনিটে আহমেদ জাহৌয়ের থেকে বল পেয়ে অসাধারণ টাচে লক্ষ্মীকান্ত কাট্টিমণিকে পরাস্ত করে গোল করে যান গ্রেগ স্টুয়ার্ট।

এই গোলের সুবাদে সমতা ফেরায় মুম্বই সিটি। ৭৬ মিনিটে জোয়াও ভিক্টর গোল করে ফের এগিয়ে দেন হায়দরাবাদ এফসিকে। কর্নার থেকে সেকেন্ড পোস্টে আসা বলে প্রথমে মাথা ছোঁয়ান অরক্ষিত অবস্থায় থাকা ওডেই ওনাইন্ডিয়া। হেডের সাহায্যে তা ওপেন গোলে পাঠিয়ে দেন ভিক্টর।


শীঘ্রই আসছে জুনিয়র কাপুর! সোমবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে প্রেগন্যান্সি নিউজ শেয়ার করলেন আলিয়া ভাট
সবুজ মেরুন ছাড়লেন উইলিয়ামসন, প্রবীর! দলবদলের জেরে বেশ বড়ো এক ধাক্কা খেল এটিকে মোহনবাগান
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
পেট্রোল ডিজেল এবার ৬০ টাকাতেই মিলবে, কেন্দ্র সরকার বিশেষ পরিকল্পনার পথে এগোচ্ছে
অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে মৃত আফগান সরকারের মিডিয়া বিভাগের প্রধান
কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিনেতা সুনীল শেট্টির আবাসন সীল করল বিএমসি
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন মিতালি রাজ