খেলাধুলা

আয়োজক দেশের বিরুদ্ধে মাঠে নেমে দাপুটে জয় সেনেগালের, বিশ্বকাপ থেকে ছিটকে গেল কাতার

আয়োজক দেশের বিরুদ্ধে মাঠে নেমে দাপুটে জয় সেনেগালের, বিশ্বকাপ থেকে ছিটকে গেল কাতার
Key Highlights

২০২২ এর বিশ্বকাপের আয়োজক দেশ কাতার পরাজিত হয়ে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেল। দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে সেনেগালের বিরুদ্ধে পরাজিত হয়ে এবারের বিশ্বকাপ সফরে ইতি কাতারের।

গ্রুপ 'এ'-এর এই ম্যাচে একটি পয়েন্ট হলেও অর্জন করতে হত কাতারকে বিশ্বকাপ অভিযানে টিকে থাকার জন্য। কিন্তু প্রবল প্রতিপক্ষ সেনেগালের বিরুদ্ধে কলকে পেল না কাতার। দপট দেখিয়ে কাতারের বিরুদ্ধে জয় তুলে নিল আফ্রিকার দেশ সেনেগাল।

বিশ্বকাপ শুরুর আগেই সাদিও মানের ছিটকে যাওয়টা বড় ক্ষতি দাঁড়ায় সেনেগালের কাছে। বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে দেশের শ্রেষ্ঠ খেলোয়াড়কে ছাড়া নামা যে কোনও দলের কাছেই বড় আঘাত, ব্যতিক্রম ছিল না সেনেগালও। তবে, যাঁরা রয়েছেন তাঁরাই সেনেগালকে বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে কাতারকে ৩-১ গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল সেনেগাল। প্রথমার্ধ শেষ হওয়ার কিছু সময় আগে সেনেগালের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন বউলায়ে ডিয়া। কাতারের ডিফেন্সের ভুল থেকে গোল করে যান তিনি।

দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার তিন মিনিটের মধ্যে সেনেগালকে ২-০ গোলে এগিয়ে দেন ফামারা ডাইঢিউ। হেডে দুরন্ত দক্ষতায় প্লেসিং-এ গোল করে যায় ফামারা। তাঁর এই গোলটি এই ম্যাচের চারটি গোলের মধ্যে সেরা। ২-০ গোলে পিছিয়ে পড়া কাতার মরিয়া চেষ্টা চালায় ম্যাচে ফিরে আসার লক্ষ্যে। লাগাতার সেনেগালের দাপটে থাকা ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে কাতার। ৭৮ মিনিটে ইসমাইল মহম্মদের পাস থেকে মহম্মদ মুনতারি কাতারের হয়ে একটি গোল শোধ করেন। তবে, এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি আয়োজক দেশের। ৮৪ মিনিটের মাথায় ইলিমান দিয়ের পাস থেকে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা আহমদউ বাম্বা দিয়েং সেনেগালের হয়ে তৃতীয় গোলটি করে আফ্রিকার দলটির জয় নিশ্চিত করেন। সেনাগালের পরবর্তী ম্যাচ ইকুয়েডারের বিরুদ্ধে। কাতার শেষ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।



Anirban Bhattacharya | সনাতন ধর্মকে অসম্মান! ব‌্যান্ড ‘হুলিগ‌্যানিজম’-এর মুখ‌্য গায়ক অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির
Sachin Tendulkar | BCCI প্রেসিডেন্টের পদে বসতে চলেছেন 'ক্রিকেটের ঈশ্বর'? শচীনকে নিয়ে তুমুল জল্পনা বোর্ডের অন্দরে
Kolkata Police | মঞ্চ সংঘাতের পর এবার রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ!
Krishnanagar | কৃষ্ণনগরের তরুণী খুনে নয়া মোড়, প্রেমিক একা নয়, পরিবারের অনেকে যুক্ত খুন-অপহরণে!
Breaking News | ‘দাগি অযোগ্য’-রা বসতে পারবেন পরীক্ষায়? জানালেন SSC চেয়ারম্যান
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo