নিরাপত্তা বাড়াতে বন্দুকের পর এ বার বুলেটপ্রুফ গাড়ি নিলেন বলিউড অভিনেতা সলমন খান

Sunday, July 31 2022, 3:37 pm
highlightKey Highlights

এখনও রয়েছে জীবনের ঝুঁকি। নিরাপত্তার ঘেরাটোপ বাড়িয়েও স্বস্তি পাচ্ছেন বলিউডের ভাইজান।


গ্যাংস্টারদের হাত থেকে আত্মরক্ষার জন্য আগেই রেখেছিলেন আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা আরও জোরদার করতে বর্তমানে নাকি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়িও ব্যবহার করছেন সলমন খান!

জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হল সালমান খানের, বন্দুকের পর ব্যবস্থা করা হল বুলেটপ্রুফ গাড়ির!

পুরনো গাড়িটিকেই নতুন রূপ দিয়েছেন ভাইজান। এখন যে টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলটিকে দেখা যাচ্ছে, সেটি খুব একটা নতুন মডেল নয়। পুরনো প্রজন্মের গাড়িতেই নতুন করে কেবল বুলেটপ্রুফ কাচ বসিয়েছেন অভিনেতা। গাড়িটিকে বান্দ্রায় সলমনের আবাসনের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে সম্প্রতি। তাতেই অনুমান জোরালো হচ্ছে।

Trending Updates

সলমনের ঘনিষ্ঠ মহলের দাবি, হুমকি চিঠি পাওয়ার পর থেকেই নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ‘ভাইজান’। এমনকি এ বছর ইদের দিনেও ঘর থেকে বাইরে বেরোননি তিনি। তার উপর, সম্প্রতি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে মুম্বই পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। পুলিশ সেই আবেদন মঞ্জুরও করেছেন। তার পরও নিরাপত্তা মজবুত করতে গাড়িটিকেও বুলেটপ্রুফ করে নিলেন সলমন। নিরাপত্তারক্ষীরা যে হুমকি চিঠি উদ্ধার করেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকেই সন্দেহ করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File