খেলাধুলা

Messi : এস্তোনিয়াকে উড়িয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা

Messi : এস্তোনিয়াকে উড়িয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা
Key Highlights

Messi 5 - Estonia ০: মেসি (Leo Messi) একাই পাঁচ। এস্তোনিয়ার বিরুদ্ধে একাই পাঁচ পাঁচটা গোল করে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ফের একবার ফুটবলের যুবরাজ নিজেকে প্রমাণ করলেন তিনি।

গত রবিবার (৫ই জুন, ২০২২) স্পেনের পামপ্লোনায় এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৫-০ ব্যবধানে প্রীতি ম্যাচে সবগুলো গোলই করেন লিওনেল মেসি।

রবিবারের এই ঘটনা অনুযায়ী বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে স্থান দেওয়া যেতে পারে বিখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির ফুটবল স্কিলকে। সময় যত গড়াচ্ছে তত মেসির ফুটবল সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাচ্ছে। বিশ্বসেরা হতে গেলে বিশ্বকাপ লাগে না, বরং নিজের স্কিল বাড়ানো জরুরী। সেটা যত দিন যাচ্ছে তত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন মেসি। বিশ্বজুড়ে যতই তাঁর অফ ফর্ম নিয়ে কথা হোক জাতীয় দলে নিজের দাপট অব্যাহত রেখেছেন ফুটবলের রাজপুত্র।

তবে এতে প্রথমবার নয়, মেসি এর আগেও তাঁর পেশাদার ক্যারিয়ারে মাত্র একবার এক ম্যাচে ৫ গোল করেছিলেন। ২০১২ সালের সেই ম্যাচে Barcelona-র জার্সিতে bayern leverkusen-এর বিপক্ষে ৫ গোল করেছিলেন তিনি। আর এটি ছিল দেশের জার্সিতে তাঁর প্রথম ৫ গোল।

গত রবিবারের ম্যাচ অনুযায়ী পুরো ম্যাচে রীতিমত বলা বাহুল্য যে, গোটা ম্যাচটা আর্জেন্টিনা (Argentina) নয়; বরং খেললেন মেসি।গোদা বাংলায় যাকে ৫ ফুট ৫ ইঞ্চির মানুষটা বিপক্ষকে প্রতি বলে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। কেবলমাত্র তাই নয়, পাঁচ গোল করে মেসি টপকে গেলেন পেলের রেকর্ডকেও। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলেন মেসি।