Kolkata | হয়েছিল প্রথম বিধবাবিবাহ, 'হেরিটেজ' তকমা পেতে চলেছে কলকাতার সেই ঐতিহ্যবাহী বাড়ি!
Thursday, May 22 2025, 5:50 pm
Key Highlightsকলকাতা পুরসভার অন্তর্গত এই বাড়িতেই হয়েছিল বাংলা তথা ভারতের ইতিহাসের প্রথম বিধবাবিবাহ। সেই বাড়িটিকেই ‘হেরিটেজ’ বা ঐতিহ্যশালী তকমা দিতে চলেছে কলকাতা পুরসভা।
উত্তর কলকাতার কৈলাস বোস স্ট্রিট এলাকার রাস্তার ধারে প্রায় দুশো বছরের পুরোনো এই বাড়িতেই হয়েছিল প্রথম বিধবাবিবাহ। ওই বিবাহ নিজ হাতে দিয়েছিলেন স্বয়ং বিদ্যাসাগর। এবার সেই বাড়িকেই ‘হেরিটেজ’ তকমা দিতে চলেছে প্রশাসন। এই বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুরসভা। উল্লেখ্য, আগে এই বাড়ির ঠিকানা ছিল ১২ সুকেশ স্ট্রিট। পরে ঠিকানা বদলে গিয়েছে। ১৮৬৫এর ডিসেম্বরে এই বাড়িতেই বসেছিল বাংলা তথা ভারতের ইতিহাসের প্রথম বিধবাবিবাহের আসর। বর্তমানে বাড়িটিতে কেউ থাকেন না। তবে দেখাশোনা করার লোক রয়েছে।

