খেলাধুলা

গোলশূন্য উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ, ফিফা বিশ্বকাপের দুই দলেরই সুযোগ নষ্ট

গোলশূন্য উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ, ফিফা বিশ্বকাপের দুই দলেরই সুযোগ নষ্ট
Key Highlights

অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচ তবুও উত্তেজনা ভালোই ছিল, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়েকে চাপে রাখে দক্ষিণ কোরিয়া

ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়াকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো। এডুকেশন সিটি স্টেডিয়ামে তুল্যমূল্য লড়াইয়ে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। এই গ্রুপের পরবর্তী ম্যাচে একটু পরেই মুখোমুখি হবে পর্তুগাল ও ঘানা।

দক্ষিণ কোরিয়ার হয়ে নজরকাড়া ফুটবল উপহার দেন প্রোটেকটিভ ফেস মাস্ক পরে নামা তারকা সন হিউং-মিন। উরুগুয়ের বক্সে ক্রস পাঠিয়ে গোলমুখ খোলার চেষ্টা চালালেও অবশ্য কাজের কাজ করতে পারেননি কোরিয়ান ফুটবলাররা। মিনিট ১৫ খেলা হওয়ার পর ছন্দ ফিরে পায় উরুগুয়ে। পাল্টা লড়াই চালাতে থাকে লাতিন আমেরিকার এই দেশ। ১৮ মিনিটে উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দের প্রয়াস বারের উপর দিয়ে বেরিয়ে যায়। মিনিট তিনেক পর ফাকুন্ডো পেলেস্ত্রি বিপজ্জনকভাবে কোরিয়ান বক্সে ঢুকে পড়েন। তাঁর বাড়ানো বলে পা ছুঁইয়ে জালে জড়াতে ব্যর্থ হন ডারউইন নুনেজ। আক্রমণ, প্রতি আক্রমণে জমজমাট হয়ে ওঠে দ্বৈরথ।

৩৩ মিনিটে দক্ষিণ কোরিয়া এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল। হওয়াং হি-চানের শট বারের উপর দিয়ে যায়। ৪২ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড দেন উরুগুয়ের দিয়েগো গডিন, তা পোস্টে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেও গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। ৬৩ মিনিটে নুনেজ বক্সে ঢুকে বল জালে জড়ানোর চেষ্টা করলে তা রুখে দেন কোরিয়ান গোলরক্ষক কিম সেউং-জিউ। উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ এদিন ছিল জমাট। দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোল পেতে দুই দলের কোচই পরিবর্ত হিসেবে কয়েকজনকে নামান, কিন্তু লাভ হয়নি। ৮১ মিনিটে নুনেজ ভালো সুযোগ তৈরি করেছিলেন, এডিনসন কাভানি অবশ্য তাঁর বাড়ানো বলে মাথা ছোঁয়াতে পারেননি। ৮৯ মিনিটে ভালভার্দের শট পোস্টে প্রতিহত হয়। যা দক্ষিণ কোরিয়া শিবিরে স্বস্তির হাওয়া বয়ে আনে। এর ৩০ সেকেন্ড পর উরুগুয়ের গোলকিপার সের্হিও রোচেটের খারাপ পাসকে গোলে পরিণত করার সুযোগ পেয়েছিলেন সন। কিন্তু তিনি বল বাইরে মেরে বসেন।


Waqf Hearing | ওয়াকফ কাউন্সিলে নিয়োগে স্থগিতাদেশ! ৭ দিনের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট!
Telangana | বনাঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা না জানালে জেলে যাবেন মুখ্যসচিব-সরকারি অফিসাররা! কড়া বার্তা সুপ্রিম কোর্টের!
Neeraj Chopra | সোনা জিতে মরশুম শুরু 'সোনার ছেলে' নীরজের! ৮৪.৫২ মিটার জ্যাভলিন ছুড়ে জিতলেন শীর্ষপদ!
Supreme Court on Waqf | ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না শীর্ষ আদালত! আগামীকাল ফের শুনানি!
ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!
Kultali | চাকরি নিয়ে দুশ্চিন্তা, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন শিক্ষক!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo