খেলাধুলা

গোলশূন্য উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ, ফিফা বিশ্বকাপের দুই দলেরই সুযোগ নষ্ট

গোলশূন্য উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ, ফিফা বিশ্বকাপের দুই দলেরই সুযোগ নষ্ট
Key Highlights

অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচ তবুও উত্তেজনা ভালোই ছিল, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়েকে চাপে রাখে দক্ষিণ কোরিয়া

ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়াকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো। এডুকেশন সিটি স্টেডিয়ামে তুল্যমূল্য লড়াইয়ে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। এই গ্রুপের পরবর্তী ম্যাচে একটু পরেই মুখোমুখি হবে পর্তুগাল ও ঘানা।

দক্ষিণ কোরিয়ার হয়ে নজরকাড়া ফুটবল উপহার দেন প্রোটেকটিভ ফেস মাস্ক পরে নামা তারকা সন হিউং-মিন। উরুগুয়ের বক্সে ক্রস পাঠিয়ে গোলমুখ খোলার চেষ্টা চালালেও অবশ্য কাজের কাজ করতে পারেননি কোরিয়ান ফুটবলাররা। মিনিট ১৫ খেলা হওয়ার পর ছন্দ ফিরে পায় উরুগুয়ে। পাল্টা লড়াই চালাতে থাকে লাতিন আমেরিকার এই দেশ। ১৮ মিনিটে উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দের প্রয়াস বারের উপর দিয়ে বেরিয়ে যায়। মিনিট তিনেক পর ফাকুন্ডো পেলেস্ত্রি বিপজ্জনকভাবে কোরিয়ান বক্সে ঢুকে পড়েন। তাঁর বাড়ানো বলে পা ছুঁইয়ে জালে জড়াতে ব্যর্থ হন ডারউইন নুনেজ। আক্রমণ, প্রতি আক্রমণে জমজমাট হয়ে ওঠে দ্বৈরথ।

৩৩ মিনিটে দক্ষিণ কোরিয়া এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল। হওয়াং হি-চানের শট বারের উপর দিয়ে যায়। ৪২ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড দেন উরুগুয়ের দিয়েগো গডিন, তা পোস্টে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেও গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। ৬৩ মিনিটে নুনেজ বক্সে ঢুকে বল জালে জড়ানোর চেষ্টা করলে তা রুখে দেন কোরিয়ান গোলরক্ষক কিম সেউং-জিউ। উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ এদিন ছিল জমাট। দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোল পেতে দুই দলের কোচই পরিবর্ত হিসেবে কয়েকজনকে নামান, কিন্তু লাভ হয়নি। ৮১ মিনিটে নুনেজ ভালো সুযোগ তৈরি করেছিলেন, এডিনসন কাভানি অবশ্য তাঁর বাড়ানো বলে মাথা ছোঁয়াতে পারেননি। ৮৯ মিনিটে ভালভার্দের শট পোস্টে প্রতিহত হয়। যা দক্ষিণ কোরিয়া শিবিরে স্বস্তির হাওয়া বয়ে আনে। এর ৩০ সেকেন্ড পর উরুগুয়ের গোলকিপার সের্হিও রোচেটের খারাপ পাসকে গোলে পরিণত করার সুযোগ পেয়েছিলেন সন। কিন্তু তিনি বল বাইরে মেরে বসেন।


Saif Ali Khan Attack | মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে ছুরি! রক্তে ভিজে গিয়েও হেঁটেই হাসপাতালে ঢোকেন সইফ
Saif Ali Khan Attack | ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা! পুলিশের হাতে ধরা পড়লো সইফের হামলাকারী! দাবি করেছিল ১ কোটি
Mahakumbh | মহাকুম্ভ মেলা থেকে ২-৪ লক্ষ কোটি টাকার ব্যবসা! যোগী রাজ্যে আয় হতে পারে ২৫ কোটি টাকা! মহাকুম্ভ মেলা বাড়াবে দেশের GDP
Schoolgirls forced to remove shirt । ৮০ জন ছাত্রীকে শার্ট খোলালেন প্রিন্সিপাল, শুধু ব্লেজার পরেই ফিরতে হলো বাড়ি
Pakistan Cricket Team | ফলো অন করেও নতুন রেকর্ড পাকিস্তনের! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ইতিহাস গড়লেন মাসুদ-বাবর
R G KAR Hearing live । 'তিলোত্তমা' ধর্ষণ-খুন কাণ্ডে দোষী সঞ্জয় রায়! সোমবার আদালতে সাজা ঘোষণা!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla