HDFC Worker Death | HDFC ব্যাঙ্কে কর্তব্যরত অবস্থায় মৃত্যু মহিলা কর্মচারীর, 'কাজের চাপ' বলছেন সহকর্মীরা

Wednesday, September 25 2024, 8:51 am
HDFC Worker Death | HDFC ব্যাঙ্কে কর্তব্যরত অবস্থায় মৃত্যু মহিলা কর্মচারীর, 'কাজের চাপ' বলছেন সহকর্মীরা
highlightKey Highlights

ফাতিমার সহকর্মীদের দাবি,কাজের চাপের জন্যই মৃত্যু হয়েছে তাঁর।


পুণের ইওয়াই ইন্ডিয়ার(EY India) কর্মী অ্যানা সেবাস্টিয়ান পেরাইলের মৃত্যুর পর থেকে কর্মক্ষেত্রে মানসিক চাপ নিয়ে তোলপাড় দেশ। এরই মধ্যে ফের এক ঘটনা। লখনউ শহরের HDFC ব্যাঙ্কের একটি শাখায় কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় এক মহিলা কর্মচারীর। লখনউয়ের বিভূতিখণ্ড এলাকার HDFC ব্যাঙ্কের শাখায় অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন সাদাফ ফাতিমা। সূত্রের খবর, ফাতিমা দুপুরের খাবার খেতে গেলে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ফাতিমার সহকর্মীদের দাবি,কাজের চাপের জন্যই মৃত্যু হয়েছে তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File