দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঐতিহাসিক ঘোষণা ; গুরু নানকের জন্মদিন উপলক্ষে ভাষণ দিতে গিয়ে কী বললেন প্রধানমন্ত্রী ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঐতিহাসিক ঘোষণা ; গুরু নানকের জন্মদিন উপলক্ষে ভাষণ দিতে গিয়ে কী বললেন প্রধানমন্ত্রী ?
Key Highlights

মোদী "বিতর্কিত তিন কৃষি আইন" বাতিলের ঘোষণা করলেও কিষাণরা আন্দোলন থামাবেন না

আজ সকাল ৯টায় গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী "বিতর্কিত তিন কৃষি আইন" (Farm Laws) বাতিলের ঘোষণা করেন। প্রসঙ্গত উল্লেখ্য , এই তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, ২০২০ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন কৃষকরা ।

কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত স্পষ্ট জানিয়েছেন, "আন্দোলন এখনই থামবে না। সংসদে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত  আমাদের অপেক্ষা করতে হবে। ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়ে কথা বলে তারও আশু সমাধান প্রয়োজন।"

সংবিধানের ২৪৫ নং ধারা অনুযায়ী সংসদের আইন বাতিলের ক্ষমতা রয়েছে। তবে এক্ষেত্রে "বিতর্কিত তিন কৃষি আইন"-এ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকার কারণে আইনিটি কার্যকর হয়নি। তাই, বিলটি আইনমন্ত্রকে পাঠানো বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে লোকসভায় ভোটাভুটিতে বিলটি বাতিল হলে, রাষ্ট্রপতির কাছে পাঠানো হতে পারে। রাষ্ট্রপতির স্বাক্ষর পেলেই সেটি বাতিল হয়ে যাবে। 

আগামী ২৯শে নভেম্বর থেকে ২৩শে ডিসেম্বর পর্যন্ত সংসদে শীতকালীন অধিবেশন চলবে। সেখানেই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।