Doctor Protest | 'দ্রোহ কার্নিভাল' কর্মসূচি থেকে পিছু হঠা দূর, উল্টে মুখ্যসচিবকেই কার্নিভালে আমন্ত্রণ জানালেন সিনিয়র চিকিৎসকরা

Monday, October 14 2024, 12:11 pm
Doctor Protest | 'দ্রোহ কার্নিভাল' কর্মসূচি থেকে পিছু হঠা দূর, উল্টে মুখ্যসচিবকেই কার্নিভালে আমন্ত্রণ জানালেন সিনিয়র চিকিৎসকরা
highlightKey Highlights

কর্মসূচি থেকে পিছু হঠা দূর অস্ত, উলটে মুখ্যসচিবকেই তাঁদের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জেপিডির প্রতিনিধিরা।


আগামীকাল রেড রোডে রয়েছে দুর্গাপুজো কার্নিভাল। এদিকে, সেদিনই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। ফলে দ্রোহ কার্নিভাল কর্মসূচি প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন মুখ্যসচিব। সেই মর্মে আজ, সোমবার স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন ৮ চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। তবে কর্মসূচি থেকে পিছু হঠা দূর অস্ত, উলটে মুখ্যসচিবকেই তাঁদের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জেপিডির প্রতিনিধিরা। পাশাপাশি অনশন মঞ্চে গিয়ে একবার আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের দেখ করার আবেদন জানানো হয়েছে চিকিৎসক সংগঠনগুলির তরফে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File