দেশ

External Affairs : পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন প্রশাসনকে সাবধান করলেন জয়শঙ্কর

External Affairs : পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন প্রশাসনকে সাবধান করলেন জয়শঙ্কর
Key Highlights

‘তেলের দাম বাড়ায় আমাদের কোমর ভেঙে যাচ্ছে’, বৈঠকে মার্কিন মুলুককে এমনই বার্তা দিলেন ভারতীয় মন্ত্রী জয়শংকরের ।

লাগাতার তেলের দাম বাড়তে থাকায় ভারতের কোমর ভেঙে যাচ্ছে, মার্কিন বিদেশসচিব অ্যান্থনি ব্লিঙ্কেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সাফ জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বিশ্বের বাজারে যেভাবে তেলের দাম বাড়ছে, তার ফলে ভারতের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলির সমস্যা আরও বেড়ে যাচ্ছে। আমেরিকায় বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এস জয়শংকর।

বৈঠকে জয়শংকর বলেছেন, “তেলের দাম বাড়া নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। লাগাতার ভাবে তেলের দাম বাড়ছে বলে আমাদের কোমর ভেঙে যাচ্ছে। এটা খুবই দুশ্চিন্তার বিষয়।”

প্রসঙ্গত, বারবার তেলের (Russian Crude Oil) দাম নিয়ে সরব হয়েছেন জয়শংকর। তিনি জানিয়েছেন, বিদেশমন্ত্রী হিসাবে তাঁর কর্তব্য, দেশের মানুষের আর্থিক পরিস্থিতির কথা মনে রেখে সিদ্ধান্ত নেওয়া। ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে সেই বিষয়টি আবারও উত্থাপন করেছেন জয়শংকর। তিনি বলেন, ভারতের মানুষের মাথাপিছু যা আয়, তার তুলনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি। তাই কম দামে যদি রুশ তেল পাওয়া যায়, নির্দ্বিধায় তা আমদানি করবে ভারত।

অন্যদিকে, পাকিস্তানকে এফ-১৬ (F-16) বিমান রক্ষণাবেক্ষণ করতে সামরিক অনুদান দিয়েছে আমেরিকা। এহেন পদক্ষেপে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছে ভারত। নিজেদের কূটনৈতিক ব্যর্থতা বুঝতে পেরে বারবার আমেরিকার তরফে সাফাই দেওয়া হচ্ছে। মঙ্গলবারও একই কথা শোনা গেল ব্লিঙ্কেনের মুখে।

রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে ভারতকে চাপে রাখতেই পাকিস্তানকে সামরিক ভাবে শক্তিশালী করে তুলতে চাইছে আমেরিকা, এমনটাও মনে করছেন বিষেশজ্ঞরা।


Cough Syrup Case | অবশেষে পুলিশের নাগালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথন!
Weather Update | কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!
Madhya Pradesh | কাফ সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু, মধ্যপ্রদেশে গ্রেপ্তার ‘কোল্ডরিফ’ সিরাপ প্রেসক্রাইব করা চিকিৎসক গ্রেপ্তার
North Bengal | উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, ভেঙে পড়লো দুধিয়া সেতু, ধস নেমেছে NH10-এ
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!