বলিউডের কিং খান শাহরুখের জন্মদিন! ভক্তদের জন্য পাল্টা উপহার কী থাকছে আসুন তা জেনে নেওয়া যাক

Wednesday, November 2 2022, 4:04 am
highlightKey Highlights

আজ ২রা নভেম্বর, বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। আজকের এই বিশেষ দিনে এসআরকে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।


আজ ২রা নভেম্বর এসআরকে ভক্তদের কাছে এক বিশেষ দিন কারণ আজ শাহরুখ খানের জন্মদিন। তবে একদিন আগে থেকেই অর্থাৎ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। সোমবার থেকেই কিং খানের জন্য মান্নাতে একের পর এক গিফট আসতে শুরু করেছে। অন্যদিকে রাত ১২টার হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বলিউড তারকা থেকে শুরু করে শাহরুখ অনুরাগীরা। কিং খানও ভুলে যাননি ভক্তদের। 

বুধবার কি জন্মদিন উপলক্ষ্যে ‘মন্নত’-এর বারান্দায় সেই পরিচিত বৈগ্রহিক ভঙ্গিতে ভক্তদের সম্মুখীন হতে দেখা যাবে বাদশাকে?

বুধবার, ২ নভেম্বর শাহরুখ খানের ৫৭তম জন্মদিন। বিগত দু’বছর অতিমারির জেরে ‘মন্নত’-এর সামনে শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের জমায়েত সেরকম লক্ষ্য করা যায়নি। অবশ্য তা বলে অনুরাগীদের মধ্যে উৎসাহের কোনও কমতি ছিল না। অতিমারি এবং পারিবারিক কিছু সমস্যার জেরে গত বছর গুলি সেভাবে পালন করতে না পারলেও তাঁর ভক্তদের কথা কিন্তু ভুলে যাননি কিং খান।

Trending Updates
আজ মান্নাতের বারান্দা থেকে ভক্তদের সাথে দেখা করতে পারেন শাহরুখ খান
আজ মান্নাতের বারান্দা থেকে ভক্তদের সাথে দেখা করতে পারেন শাহরুখ খান

জানা যাচ্ছে, প্রতিবারের মতো মঙ্গলবারও বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করবেন এবং শুভেচ্ছা গ্রহণ করবেন বলিউড বাদশা। গত বছর বলিউড বাদশার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা ভেসে উঠেছিল দুবাইয়ের বুর্জ খলিফার গায়ে। এবছর কীভাবে শাহরুখের জন্মদিন পালন করা হবে সে দিকে আগ্রহী হয়ে রয়েছে সকলে। 

গত বছর বুর্জ খালিফায় শাহরুখ খানের জন্মদিনের শুভেচ্ছা বার্তা
গত বছর বুর্জ খালিফায় শাহরুখ খানের জন্মদিনের শুভেচ্ছা বার্তা

জন্মদিনের প্রাক্কালে বলিউডের অন্দরে আরও একটা খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বাদশার জন্মদিনের দিনেই নাকি মুক্তি পেতে পারে শাহরুখ অভিনীত ‘পঠান’ ছবির টিজ়ার। এবিষয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় সরগরম। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এর আগে ছবির নির্মাতা যশরাজ ফিল্মস এই ত্রয়ীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এনেছিল। তার পর থেকেই ‘পঠান’ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও নির্মাতাদের তরফে এখনও এই ছবির টিজ়ার প্রকাশের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, আগামী বছর সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পঠান’। তবে আজ  ছবির টিজ়ার মুক্তি পেলে তা এসআরকে ভক্তদের জন্য পাল্টা উপহার হবে বলে মনে করা হচ্ছে। 

এ দিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহরুখের জন্মদিন উদযাপন করতে অনুরাগীরা ইতিমধ্যেই মুম্বইতে হাজির হয়েছেন। বুধবার সকাল সকাল তাঁরা মন্নতের সামনে ভিড় করবেন বলে জানা গিয়েছে। নেদারল্যান্ড, ফ্রান্স, সুইৎজারল্যান্ড থেকেও শাহরুখের ফ্যান ক্লাবের সদস্যরা হাজির হয়েছেন মুম্বাইয়ে। নেটদুনিয়ায় ভক্তরা তাঁদের ‘ঈশ্বর’-এর জন্মদিন উদযাপনের পরিকল্পনা জানিয়েছেন।





পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File