চিরতরে বিদায় নিলেন টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়
ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে। কিন্তু শেষ রক্ষা করা গেল না।
কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায় প্রয়াত। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। গত শুক্রবার, ২৬শে আগস্ট সকালে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অভিনেত্রীর। এর আগে চলতি বছরের জুন মাসে স্বামীহারা হন তিনি।
ফের ছোটপর্দার আরও এক নক্ষত্র পতন, গভীর শোকাহত টেলি দুনিয়া
অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ছোটপর্দার জগতে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে তিনি যুক্ত ছিলেন বেশকিছু সিরিয়ালের সঙ্গে। ছোটপর্দার অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বহু বছর ধরে “তিথির অতিথি”, “গাঁটছড়া”-সহ একাধিক ধারাবাহিক নাটকে তাকে দেখা গিয়েছে। “চারমূর্তি” ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন টালিগঞ্জের অনেকেই।
অভিনেত্রীর আকস্মিক প্রয়াসে শোকাহত হয়ে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা একই ধারাবাহিকে কাজ করেছিলাম। খুব খারাপ লাগছে ওঁর ছেলের জন্য।” অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, “ভাল মানুষরা তাড়াতাড়ি চলে যান!” পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী বললেন, “দীর্ঘ দিন ধরে ছোটপর্দায় অভিনয় করে আসছেন অনন্যা দিদি। তার কথা কখনও ভুলা যাবে না। অত্যন্ত প্রতিভাবান এবং শক্তিশালী অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার নাম সেভাবে প্রচারে আসেনি। কিন্তু তিনি একের পর এক ভালো কাজ করে গিয়েছেন।”
- Related topics -
- বিনোদন
- টেলিভশন
- অভিনেত্রী
- প্রয়াত
- অনন্যা চট্টোপাধ্যায়