সেলিব্রিটি

রুবিনা-অভিনবর সংসারে কী নতুন সদস্যের আগমন? জানুন প্রেগন্যান্সি প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী

রুবিনা-অভিনবর সংসারে কী নতুন সদস্যের আগমন? জানুন প্রেগন্যান্সি প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী
Key Highlights

বেশ কিছুদিন ধরে ইন্ডাস্ট্রির মধ্যে অভিনেত্রী রুবিনা মা হওয়ার গুজব শোনা যাচ্ছিল। সত্যিই কি মা হতে চলেছেন রুবিনা? এবার সেই বিষয়ে অভিনেত্রী বললেন তা জেনে নিন

রুবিনা দিলাইক এবং অভিনব শুক্লার ফ্যান ফলোয়িং চোখ টানার মতো। এই জনপ্রিয় জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাঁরা তাঁদের পছন্দের তারকাদের জীবনে কী হচ্ছে সবসময় সেটা জানতে চান। কিন্তু কখনও সেই কৌতুহল আদৌ পছন্দ হয় না তারকাদের। সেরকমই ঘটল হালে। 

সম্প্রতি অভিনব এবং রুবিনাকে একটি প্রসূতি ভবনের সামনে দেখা যায়। আর সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রটে যায় রুবিনা নাকি গর্ভবতী। রুবিনা প্রথমে এই বিষয় নিয়ে কিছু না বললেও, অবশেষে তিনি এটা নিয়ে একটি টুইট করেন এবং তারপর হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আসল কথা প্রকাশ্যে আনেন।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রুবিনা বলেন, 'এটা দেখে আমার হাসি পেয়েছে। তবুও বলছি এটার কারণে আমি অভিনবের সঙ্গে একটি ভালো ছবি পেয়েছি, আর আপাতত এটাই যথেষ্ট। তবে অনেক হয়েছে, সব কিছুর সীমা থাকা উচিত। বিষয়টা নিয়ে আমি টুইটারেও লিখলাম। এসব খবরে সত্যি হাসি পায়। তবে আমায় আর এগুলো প্রভাবিত করে না।' অভিনেত্রী এর আগে তাঁর টুইটারে হ্যান্ডেলে এই বিষয়ে নিয়ে লিখেছিলেন যে, 'অভিনব এবং আমার সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি হয়েছে মানুষের। পরেরবার কাজের মিটিংয়ে যাওয়ার আগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেখানে আশা করি কোনও ম্যাটার্নিটি ক্লিনিক থাকবে না।' তিনি তাঁর এই টুইটে একটি হাসির ইমোজিও পোস্ট করেছেন।

সাক্ষাৎকারে রুবিনা আরও বলেন, 'আমি জানি আমি একজন পাবলিক ফিগার এবং স্বাভাবিকভাবেই মানুষের চোখ সবসময় আমাদের দিকে থাকে। মানুষ পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের সম্পর্কেও জানতে চায়। এটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে যে গোটা বিষয়টায় আমি কীভাবে আমার প্রতিক্রিয়া জানাব। আমি মজা করেই এই গুজবকে নস্যাৎ করতে চাই। আমি এই ধরনের জিনিসগুলিতে রাগ করি না, কারণ আমি এগুলোকে গায়েই মাখি না। সবার স্বাধীনতা আছে যা খুশি বলার। যা খুশি ভাবার।'

রুবিনাকে সম্প্রতি ঝলক দিখলা জা ১০এ দেখা গিয়েছিল। এই রিয়েলিটি শো-এর টপ থ্রিতে উঠলেও জিততে পারেননি রুবিনা। সেরার শিরোপা জয় করেন গুঞ্জন সিনহা। যদিও অভিনেত্রীর ভক্তরা এতে খুব একটা খুশি হননি। ভক্তরা জানান, গুঞ্জন পেশাদার নৃত্যশিল্পী, রুবিনা শিখতে শিখতে এতটা এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা জানিয়েছেন তাঁদের কাছে আসল বিজয়ী হলেন রুবিনা।


Bangladesh । “টিভিতে যা দেখাচ্ছে সবই মিথ্যে, রং চড়ানো!" ভারতীয় চ্যানেল ব্যান করার দাবি করলো বাংলাদেশ
Kolkata Metro | আর ৫টাকা নয়, মেট্রোতে উঠলেই নূন্যতম ভাড়া পড়বে ১৫টাকা! কোন রুটে, কবে থেকে লাগু হবে নিয়ম?
East Bengal | 'পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ'..বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন 'ওপার বাংলার দল' ইস্টবেঙ্গল
Mohun Bagan vs Chennaiyin Fc । সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল চেন্নাইন‌‌ এফসি, কামিন্সের দুর্দান্ত গোলে জয় পেলো মোহনবাগান
Kolkata Metro | মার্চেই শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো সার্ভিস! ডিসেম্বরেই শুরু ট্রায়াল
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo