দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে ছোট্ট ইউভানকে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিলেন রাজ-শুভশ্রী

Wednesday, July 6 2022, 7:19 am
highlightKey Highlights

সপরিবারে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। সদ্য মুক্তি পেয়েছে তার পরিচালিত ছবি 'হাবজি-গাবজি'। এই ছবির সাফল্য উদযাপনেই জন্য কী ফের বিদেশে পাড়ি দিলেন তারকা জুটি?


রথের আগেই দেশ  তারকা দম্পতি রাজ-শুভশ্রী। জানা গিয়েছে, সম্প্রতি মার্কিন মুলুকে আয়োজিত বঙ্গ সম্মেলনেও অংশ নেবেন তাঁরা। পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, মার্কিন মুকুলের পরে জামাইকাও যাবেন তাঁরা।

ব্যস্ত শিডিউলের মধ্যে খানিক ছুটি, ফের তরতাজা মন নিয়ে রাজ-শুভশ্রী ফিরবেন কাজে 

সদ্য মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত 'হাবজি গাবজি'। ইতিমধ্যে এই ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। অন্যদিকে অগাস্ট মাসেই মুক্তি পাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত নতুন ছবি 'বিসমিল্লা'। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে ঋদ্ধি সেনকে। এছাড়াও সদ্য পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'বৌদি ক্যান্টিন' ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি। একের পর এক ছবি নিয়ে এখন বেশ ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন শুভশ্রী। 

Trending Updates

তাই মন কে তরতাজা করতে খানিক বিরতি নিয়েছেন অভিনেত্রী।সোশ্যাল মিডিয়ায় আমেরিকা ভ্রমণের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। ক্যাপশানে নজর রাখলে বোঝা যায়, বিদেশেও বাড়ির আদরেই রয়েছেন তিনি। ছোট্ট ইউভানকে কোলে নিয়ে বন্ধুদের সঙ্গে শুভশ্রীর এই ছবিটি ঝলমল করছে তাঁর প্রোফাইলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File