সেলিব্রিটি

একচোখা নন্দন! ‘হাবজি গাবজি কন্ট্রোভার্সি করে লাভ নেই’, সৃজিতকে ধুয়ে দিলেন রাজ

একচোখা নন্দন! ‘হাবজি গাবজি কন্ট্রোভার্সি করে লাভ নেই’, সৃজিতকে ধুয়ে দিলেন রাজ
Key Highlights

নন্দনে স্লট না পেয়ে টলিপাড়ার দুই পরিচালকের মধ্যে ‘ভার্চুয়াল তর্কাতর্কি’। সত্যিই কী ঝামেলা নাকি ফিল্মি স্টান্ট?

৩রা জুন, শুক্রবার মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত দুই বাংলা ছবি। ‘হাবজি গাবজি’ এবং ‘X= প্রেম’। আর এই সিনেমাগুলি রিলিজের আগেই এই দুই সিনেমার পরিচালক সৃজিত-রাজের মধ্যে শুরু হয় মন কষাকষি! এই ঝামেলার মূল কারণ হল নন্দন, যেখানে হল পেল না সৃজিত মুখোপাধ্যায়, সেখানে পরিচালক রাজ চক্রবর্তীর ছবি ঠাঁই পেয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ সৃজিত পরোক্ষভাবে নন্দনের বিরুদ্ধে একচোখামির অভিযোগ তুলেছেন।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেছেন, “২টো ছবি একই দিনে মুক্তি পাচ্ছে। আর দুটো ছবি-ই নন্দন ১-এ স্লট পাওয়ার জন্য আবেদন জানিয়েছিল। কিন্তু সেই জায়গায় শুধুমাত্র একটা সিনেমাকেই স্লট দেওয়া হল। সেই যুক্তিতে দেখতে গেলে, হয় দুটো ছবির-ই স্লট পাওয়া উচিত ছিল। নাহলে কোনওটাকেই দেওয়া উচিত ছিল না। এটা কেন হল? সব সিনেমা যেখানে সমান। আর বিশেষ করে, কিছু সিনেমাকে তো আরও বিশেষভাবে সমানচোখে দেখা উচিত।”

এর পরিপ্রেক্ষিতে পরিচালক রাজ বলেন, “হাবজি গাবজি কন্ট্রোভার্সি করে লাভ নেই। কাল ছবি কথা বলবে।” ওদিকে রাজের পাল্টা মন্তব্যও সৃজিতের কানে গিয়েছে। তিনিও ঘুরিয়ে একহাত নিয়ে বললেন, “নিশ্চয় বলবে কথা। ইতিমধ্যে সেটা বলছেও। কারণ, X= যান্ত্রিক।” এককথায় নন্দনে হল না পাওয়া নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায় দুই পরিচালকের মধ্যে।


Operation Mahadev | 'অপারেশন মহাদেবে' নিকেশ পহেলগাঁওয়ের হামলার মূল পরিকল্পনাকারী মুসা! কীভাবে খোঁজ পেলো সেনা?
Siliguri | কারোর বয়স ২১ তো কারোর ৩৫..ভিনরাজ্যে কাজে পাঠানোর নাম করে পাচারের ছক! শিলিগুড়ি থেকে উদ্ধার ৩৪ যুবতী!
TCS Layoff | বড়ো অঙ্কের লোক ছাঁটাই করতে চলছে TCS, বিপাকে ১২ হাজার কর্মী!
Weather Update। শ্রাবনের ঝড়বৃষ্টিতে জেরবার মহানগরী, একনজরে দেখে নিন কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Dilip Ghosh | সোশ্যাল মিডিয়ায় কুৎসা, তদন্তের আর্জি জানিয়ে লালবাজারে দিলীপ ঘোষ
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আগ্রহী ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস, শুভেচ্ছা বার্তা জানালেন মোদী
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo