সেলিব্রিটি

বলিউডের পর এবার টলিউডে এক রিয়েলিটি শো-র মাধ্যমে দেখা মিলবে বলি-সুন্দরী মৌনি রায়ের

বলিউডের পর এবার টলিউডে এক রিয়েলিটি শো-র মাধ্যমে দেখা মিলবে বলি-সুন্দরী মৌনি রায়ের
Key Highlights

স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স ডান্স জুনিয়রে এর আগে অতিথি বিচারক হিসেবে এসেছিলেন মৌনি। এবার জি বাংলার শো ‘ডান্স বাংলা ডান্স’-এর গোটা সিজনের বিচারক হয়ে আসছেন মৌনি রায়।

বাংলার কোচবিহারের মেয়ে মৌনি রায় বলিউডে গিয়ে অভিনেত্রী হিসেবে নিজের জায়গা পাকা করেছেন তা অনেক বাঙালির কাছেই বেশ গর্বের। যদিও এতদিন বলিউডেই কাজ করেছেন তিনি। এবার তার কাজ করার পালা টলিউডে। 

‘ডান্স বাংলা ডান্স’-এর পরের সিজনে বিচারকের আসনে বসবেন হার্টথ্রব অভিনেত্রী মৌনি রায়। গোটা সিজনটা জুড়ে অভিনেত্রীকে দেখতে পাবে দর্শক। এমনিতেই এই ডান্স রিয়েলিটি শো বেশ সুপারহিট তার ওপর মৌনি আসায় সম্ভবত এবারের TRP আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। 

সম্প্রতি কাজ শেষ করেছেন ডিআইডি লিটল মাস্টারে। এবার বাংলায় নিজের জাদু দেখানোর পালা। মৌনি এক সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে জানালেন, ‘আমি সবসময় কলকাতায় কাজ করতে চেয়েছি। এবার ডান্স বাংলা ডান্সের মাধ্যমে সেটা করতে পারছি। ভীষণ উত্তেজিত। এর চেয়ে আনন্দের কিছু হয় না।’

কলকাতায় এসে কী করবেন এরমধ্যে সেটাও ঠিক করে ফেলেছেন সুন্দরী। দক্ষিণেশ্বর কালী মন্দির আর ভিক্টোরিয়া যাওয়ার কথা ভেবেছেন। আর সঙ্গে তিলোত্তমায় এলে খাবার তো খেতেই হবে। মৌনি জানালেন নলেনগুড়ের সন্দেশ, কলকাতার এগরোল, চাইনিজ তাঁর খুব পছন্দ। তাই শ্যুটের সময় যে কটা দিন এখানে থাকবেন সব ট্রাই করবেন। 

প্রসঙ্গত, এই বছর মহাগুরুর আসনে থাকছেন মিঠুন চক্রবর্তীও। বছর কয়েক আগে বাংলা ডান্স রিয়ালিটি শো'তে মিঠুনের দেখা মিলেছিল ঠিকই, কিন্তু সেটা স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’এ। এবার চ্যানেল বদলে জি বাংলায় হাজির হচ্ছেন মিঠুন। দর্শকরা বরাবরই ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে দেখতে চেয়েছেন মিঠুনকে। দর্শকদের ভালোলাগার কথা মাথায় রেখেই মিঠুনকে ফিরিয়ে আনা, জানিয়েছেন চ্যানেলের বিজনেস হেড নবনীতা চক্রবর্তী।



Thailand Cambodia Conflict | ব্যর্থ ট্রাম্পের হুঁশিয়ারি, ফের সংঘর্ষে থাইল্যান্ড-কম্বোডিয়া
WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?
Weather Update। শ্রাবনের ঝড়বৃষ্টিতে জেরবার মহানগরী, একনজরে দেখে নিন কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Local Train Hazard | রেলগেট নিয়ে সমস্যা, আধ ঘন্টা রিষড়ায় স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ভোগান্তি নিত্যযাত্রীদের
Cambodia-Thailand | টানা ২ দিন হামলার পর যুদ্ধবিরতির ডাক কম্বোডিয়ার, শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী থাইল্যান্ড
Rahul Purkayastha | প্রয়াত হলেন উদ্বাস্তু কলোনির সংগ্রামী রোজনামচার কবি 'রাহুল পুরকায়স্থ'
Shiksha Mitra | শিক্ষামিত্রদের জন্য সুখবর, বকেয়া বেতন ফেরত পাবেন তারা, মিলবে চাকরিও ! ঘোষণা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের