Express Train | একাধিক এক্সপ্রেস ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজ ঘোষণা করল পূর্ব রেল! কোন ট্রেন কোথায় দাঁড়াবে?

Wednesday, January 21 2026, 4:16 pm
Express Train | একাধিক এক্সপ্রেস ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজ ঘোষণা করল পূর্ব রেল! কোন ট্রেন কোথায় দাঁড়াবে?
highlightKey Highlights

১৩১১৩ নম্বর ট্রেনটি (কলকাতা থেকে লালগোলাগামী) ২৬ জানুয়ারি থেকে কাশিমবাজারে দাঁড়াবে।


পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩১১৩/১৩১১৪ কলকাতা-লালগোলা-কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস এ বার থেকে কাশিমবাজার স্টেশনে দাঁড়াবে। ১৩১৪৫ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ধুলিয়ানগঙ্গা ও নিমতিতা স্টেশনে থামবে। ১৩১৬৩ শিয়ালদহ সহরসা এক্সপ্রেস ধুলিয়ানগঙ্গা স্টেশনে থামবে। ১৫৬৪৪ কামাখ্যা পুরী এক্সপ্রেস জঙ্গিপুর রোড স্টেশনে থামবে। ১৩০৬৪ বালুরঘাট হাওড়া এক্সপ্রেস জঙ্গিপুর রোড ও নিমতিতা স্টেশনে থামবে। ১৩০৩৩ হাওড়া কাটিহার এক্সপ্রেস মনিগ্রাম স্টেশনে থামবে। ১২৫১৭ কলকাতা গুয়াহাটি এক্সপ্রেস নিমতিতা স্টেশনে থামবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File