অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা অতিসংঙ্কটজনক, জানুন কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ

Saturday, November 19 2022, 8:42 pm
highlightKey Highlights

কোমা স্কেলে ৫-এর নিচে মাত্রা বলতে কী বোঝা যাচ্ছে? চিকিৎসকরা তাঁদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী কে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার।


গ্লাসগো কোমা স্কেলে ৫-র নিচে মাত্রা অর্থাৎ এখনও সঙ্কট কাটেনি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। মস্তিষ্ক সেভাবে কর্মক্ষম নয় এই মুহূর্তে। তবে এবিপি আনন্দকে ফোনবার্তায় অভিনেত্রীর বর্তমান শারীরিক পরিস্থিতির মেডিক্যাল টার্মিনোলজি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট চিকিৎসক সোহম মজুমদার।

 

ঐন্দ্রিলার শারীরিক অবস্থা বর্তমানে যেমন রয়েছে তা থেকে রোগীকে ফিরিয়ে আনা কি সম্ভব! জানুন কী বলছে চিকিৎসকরা

Trending Updates

'মা অসুস্থ হলে, বাবা যেমন দৌড়াদৌড়ি করেন', তেমনই তো ঐন্দ্রিলার পাশে সব্যসাচী, তাঁদের 'গ্লোরিফাই' করা বন্ধের আর্জি অভিনেতার।চিকিৎসক সোহম মজুমদার জানিয়েছেন, 'কোমা স্কেলে ৫-র নিচে মাত্রা অর্থাৎ ব্রেন ফাংশন খুবই খারাপ রয়েছে। আমরা যারা সুস্থ রয়েছি, স্বাভাবিক রয়েছি, তাঁদের ক্ষেত্রে এই মাত্রাটা থাকে ১৫ /১৫। যত কমতে থাকবে ১৫-র থেকে , তত ব্রেনের কার্যক্ষমতা কমতে থাকবে বলে জানিয়েছেন তিনি। মাত্রা ৩ হল সর্বনিম্ন, অর্থাৎ রোগীর নিজে থেকে শ্বাস নেওয়ার ক্ষমতাটুকুও থাকবে না। ভবিষ্যতে জেগে ওঠার প্রবণতা খুবই কম। তবে পার্মানেন্ট বা স্থায়ী কোমা হয়তো এখনই বলা যাবে না। কারণ তার যদি কোনও কারেক্টটেবল পথ থাকে, বা চিকিৎসার পথ থাকে, ট্রিটমেন্ট করলে হয়তো ভবিষ্যতে, কয়েকদিন পর, এক সপ্তাহ পর বা দুই সপ্তাহ পর আস্তে আস্তে... ঠিক হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার।' তবে এই মুহূর্তে কোমা স্কেলের মাত্রা অনুযায়ী অতিসঙ্কটজনক অবস্থায় রয়েছেন ঐন্দ্রিলা, বলেই জানালেন তিনি।

ঐন্দ্রিলার চিকিৎসক বললেন, 'এক নম্বর হচ্ছে, এর কোনও কারেক্টেবল কজ আছে কিনা। এই যে পেশেন্টের ব্রেন ফাংশন ডাউন হয়ে আছে, তার যদি কোনও কারেকশন করা যায়, মাথার ভিতর কোনও ব্লিডিং হয়েছে, সেটার কোনও অস্ত্রোপচার হল, তাতে মাথার ভিতরে ব্লিডিং কমল, এইরকম কোনও কারেক্টেবল কজ যদি থাকে তাহলে ইমপ্রুভ করা জায়গা থাকবে। তবে কারেক্টবল কজ যদি না থাকে, সেক্ষেত্রে ইমপ্রুভ করার সম্ভাবনা খুবই কম।'

প্রসঙ্গত, প্রায় ২ সপ্তাহ পার। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে লড়াই চলছে। পাশে রয়েছেন প্রেমিক ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। অবশ্যই রয়েছে পরিবার। তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে। গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি। চিকিৎসকরা সারাক্ষণ সতর্ক রয়েছেন। টলিউডের 'লড়াকু' ঐন্দ্রিলার ফিরে আসার অপেক্ষায় সবাই।


 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File