বিনোদন

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে গান গাইলেন শান্তনু মৈত্র

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে গান গাইলেন শান্তনু মৈত্র
Key Highlights

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বলিউডে তৈরি হওয়া চলচ্চিত্রে গান গাইলেন বলিউডের বিখ্যাত সুরকার শান্তনু মৈত্র।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল।  ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে অভিনয় করছেন বাংলাদেশের এক ঝাঁক জনপ্রিয় তারকারা। এবার এর সঙ্গে নাম জুড়ে গেল ভারতের এক শিল্পীর। এই ছবিটিতে গান গাইলেন ভারতের বিখ্যাত সুরকার শান্তনু মৈত্র।

শেষ হয়েছে শ্যুটিং, মুক্তির অপেক্ষায় দুই বাংলার মানুষ

২০২০ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া এই ছবির শুটিং করা হয়েছে বাংলাদেশে যার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবনের বেশ কিছু এলাকা। এই ছবির শ্যুটিং শেষ হয়েছে গত বছরের ১৮ই ডিসেম্বর। মুম্বইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি সহ তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় সিনেমার অর্ধেকের বেশি শ্যুটিং করা হয়। 

এই চলচ্চিত্রে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরত ফারিয়া, তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ আহমেদ সহ অন্যান্য অভিনেতা অভিনয় করছেন। এছাড়াও টিক্কা খানের চরিত্রে দেখা যাবে অভিনেতা জায়েদ খানকে। তোফায়েল আহমেদের চরিত্রে সাব্বির হোসেন এবং খালেদা জিয়ার চরিত্রে দেখা যাবে এলিনা শাম্মিকে।