বিনোদন

বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ 'সম্রাট পৃথ্বীরাজ', কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?

বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ 'সম্রাট পৃথ্বীরাজ', কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?
Key Highlights

দর্শক না থাকায় 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির একাধিক শো বাতিল করে সিনেমা হলগুলি। এই ছবির ব্যর্থতার জন্য আর কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?

যশরাজ ফিল্মসের শেষ দুটি ছবি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রথমে রণবীর সিংহ অভিনীত 'জোয়েসভাই জোরদার'। তারপর অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত 'সম্রাট পৃথ্বীরাজ'। বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে এই ছবি। শোনা গিয়েছিল একজনও দর্শক না থাকার কারণে এই ছবির একাধিক শো বাতিল করে সিনেমা হলগুলি। 

বক্স অফিসে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির চূড়ান্ত ব্যর্থতার কারণ হিসেবে কাকে দোষারোপ করছেন আদিত্য চোপড়া?

পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর বহু প্রতীক্ষিত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' মুক্তি পায় কিছুদিন আগে। বিগ বাজেটের এই ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সেই প্রত্যাশায় কার্যত জল ঢেলে দিয়েছে বক্স অফিস কালেকশন রিপোর্ট। প্রথমদিন কিছুটা আশাজনক ব্যবসা করলেও পরবর্তীকালে মুখ থুবড়ে পড়ে।

অন্যদিকে, ছবির পরিচালক এই ব্যর্থতার সম্পূর্ণ দায় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমারের উপরই চাপাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য চোপড়া বলেন, 'এই ছবিতে চূড়ান্ত অপেশাদার ব্যবহার করেছেন অক্ষয় কুমার। ও কারও কথা শোনেনি। এই ছবিটার জন্য যে পেশাদারিত্ব প্রয়োজন ছিল, তা ও পূরণ করেনি। এমনকি ছবির জন্য আসল গোঁফ দরকার ছিল। সেটাও করা থেকেও এড়িয়ে গিয়েছে। এই ছবিটা করার পাশাপাশি আরও ছবির কাজ একসঙ্গে চালিয়ে গিয়েছে। একটা ঐতিহাসিক ছবি করার সময়ে এটা না করলেই পারত। আর একটু দায়িত্ববোধ ওর (অক্ষয় কুমার) কাছ থেকে আশা করেছিলাম। নিজের ১০০ শতাংশই দিল না।'


HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
World Asthma Day | অ্যাজমা বা হাঁপানি হলে কি সারাজীবন নিয়ে যেতে হবে ইনহেলার? সুস্থ্য থাকতে কী কী করবেন? জানুন হাঁপানি রোগ সম্পর্কে খুঁটিনাটি!
S Somnath | একটা সময় ছিল না হস্টেলের টাকা দেওয়ার মত সামর্থ্য, আজ তিনি ইসরো প্রধান! জানুন এস সোমনাথের সাফল্যের কাহিনী!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
FSSAI সম্পর্কে বিস্তারিত তথ্য | Detailed information about FSSAI