বিনোদন

বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ 'সম্রাট পৃথ্বীরাজ', কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?

বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ 'সম্রাট পৃথ্বীরাজ', কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?
Key Highlights

দর্শক না থাকায় 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির একাধিক শো বাতিল করে সিনেমা হলগুলি। এই ছবির ব্যর্থতার জন্য আর কার ঘাড়ে দায় চাপালেন আদিত্য চোপড়া?

যশরাজ ফিল্মসের শেষ দুটি ছবি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। প্রথমে রণবীর সিংহ অভিনীত 'জোয়েসভাই জোরদার'। তারপর অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত 'সম্রাট পৃথ্বীরাজ'। বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে এই ছবি। শোনা গিয়েছিল একজনও দর্শক না থাকার কারণে এই ছবির একাধিক শো বাতিল করে সিনেমা হলগুলি। 

বক্স অফিসে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির চূড়ান্ত ব্যর্থতার কারণ হিসেবে কাকে দোষারোপ করছেন আদিত্য চোপড়া?

পরিচালক ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর বহু প্রতীক্ষিত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' মুক্তি পায় কিছুদিন আগে। বিগ বাজেটের এই ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সেই প্রত্যাশায় কার্যত জল ঢেলে দিয়েছে বক্স অফিস কালেকশন রিপোর্ট। প্রথমদিন কিছুটা আশাজনক ব্যবসা করলেও পরবর্তীকালে মুখ থুবড়ে পড়ে।

অন্যদিকে, ছবির পরিচালক এই ব্যর্থতার সম্পূর্ণ দায় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমারের উপরই চাপাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য চোপড়া বলেন, 'এই ছবিতে চূড়ান্ত অপেশাদার ব্যবহার করেছেন অক্ষয় কুমার। ও কারও কথা শোনেনি। এই ছবিটার জন্য যে পেশাদারিত্ব প্রয়োজন ছিল, তা ও পূরণ করেনি। এমনকি ছবির জন্য আসল গোঁফ দরকার ছিল। সেটাও করা থেকেও এড়িয়ে গিয়েছে। এই ছবিটা করার পাশাপাশি আরও ছবির কাজ একসঙ্গে চালিয়ে গিয়েছে। একটা ঐতিহাসিক ছবি করার সময়ে এটা না করলেই পারত। আর একটু দায়িত্ববোধ ওর (অক্ষয় কুমার) কাছ থেকে আশা করেছিলাম। নিজের ১০০ শতাংশই দিল না।'


Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Kolkata Traffic | ঈদ উপলক্ষে শহরের একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি! বন্ধ পণ্যবাহী গাড়ির প্রবেশেও
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?