সংক্রমণ এখনও কমেনি, রয়েছে স্নায়ুজনিত সমস্যাও! জেনে নিন কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা?
শরীরে যে সংক্রমণ দেখা দিয়েছিল বর্তমানে তা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। স্নায়ুজনিত সমস্যা এখনও রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে৷
মঙ্গলবার দুপুরে ব্রেন স্ট্রোকের আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত হাসপাতালে ঐন্দ্রিলা শর্মা। এখনও সম্পূর্ণ জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। তবে শারীরিক অবস্থার বিশেষ অবনতি হয়নি তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। শরীরে যে সংক্রমণ দেখা দিয়েছিল, তা কিছুটা নিয়ন্ত্রণে। স্নায়ুজনিত সমস্যা এখনও রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে৷
ভেন্টিলেশন থেকে বার করা হল ঐন্দ্রিলাকে, ৬ দিন পর আশার আলো দেখালেন প্রেমিক সব্যসাচী
দু দিন আগেই ফেসবুকে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী লেখেন, 'হাসপাতালে ছয় দিন পূর্ণ হলো আজ, ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে, শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে, রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সঙ্গে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে। গলা চিনতে পারে, হার্টরেট ১৩০-১৪০ পৌঁছে যায়, দরদর করে ঘাম হয়, হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম, এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি।' সেই খবরে আশার আলো দেখছিল ভক্তকুল৷
গত শুক্রবার সন্ধ্যায় প্রথম বার স্বস্তির খবর পাওয়া যায় হাসপাতাল সূত্রে। জানা গিয়েছিল, বাঁ চোখ এবং বাঁ কাঁধ সামান্য নাড়াতে পারছেন ঐন্দ্রিলা। তার পরেই সব্যসাচীর পোস্ট। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা কমানো হয়েছে, কিন্তু পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টের বাইরে আনা হয়নি তাঁকে।
- Related topics -
- সেলিব্রিটি
- সব্যসাচী চৌধুরী
- টলিউড
- ঐন্দ্রিলা শর্মা
- স্বাস্থ্য