বিনোদন

ষষ্ঠ বছরে পা দিতেই দুই বাংলার একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে হাজির হল হইচই

ষষ্ঠ বছরে পা দিতেই দুই বাংলার একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে হাজির হল হইচই
Key Highlights

পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পা দিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। আর এই মহা উদযাপনে হইচইয়ের সঙ্গী হতে চলেছেন দুই পরিচালক জুটি অরিন্দম শীল ও রাজ চক্রবর্তী।

ভারতের শীর্ষে থাকা অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম হইচই দর্শকদের গত পাঁচ বছর ধরে বিনোদনের অগুণিত রসদ জুগিয়ে চলেছে। শুধু এ বাংলারই নয়, ওপার বাংলার দর্শকদেরও মন জয় করেছে হইচই। বাংলাদেশের বেশ কিছু সিরিজ এপার বাংলার দর্শকদেরও মুগ্ধ করেছে। সবকিছু মিলিয়ে হইচই এবার ষষ্ঠ বছরে পা দিতে চলেছে আর সেই উপলক্ষ্যে একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে আসতে চলেছে তারা।

'হইচই' আগামী বছরই এপার-ওপার দুই বাংলায় নতুন ২৫টি সিরিজ  আসতে চলেছে  

হইচইয়ের সঙ্গে এই প্রথমবার হাত মেলালেন অরিন্দম শীল ও রাজ চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তী এই প্রথমবার ওয়েব সিরিজ '‌ডিএম মল্লিকা'‌র মাধ্যমে ওটিটিতে প্রবেশ করছেন। অন্যদিকে রাজ ঘরণী শুভশ্রীও '‌ইন্দুবালা ভাতের হোটেল'‌ দিয়ে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করছেন প্রথমবার। অন্যদিকে অরিন্দম শীল নিয়ে আসছেন ত্রৈলক্য। সৃজিতের হাত ধরে ফের ফেলুদা সিরিজ আসতে চলেছে হইচইতে। এছাড়াও আসবে ব্যোমকেশ, হ্যালো সিরিজের মতো জনপ্রিয় কিছু সিরিজ একেবারে নতুন আঙ্গিকে।

চলতি বছরের কয়েকটি ওয়েব সিরিজ হল-

ইন্দু ২

ইশা সাহা অভিনীত ইন্দু-এর প্রথম সিজন দেখার পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে সিজন ২ আসবে। আগামী বছরেই দেখা যাবে সিজন ২, পরিচালনার দায়িত্বে সাহানা দত্ত। রয়েছে পুরনো রহস্যের নতুন উদঘাটন।

একেন বাবু ৬

আবার ফিরছে একেন বাবু সিজন ৬। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য নিজের রসাত্মক বোধ নিয়ে সমাধান করবেন নতুন রহস্যের। তবে এই প্রথমবার কলকাতায় কোনও রহস্যের সামাধন করতে চলেছেন একেন বাবু।

ফেলুদা:‌ ভূস্বর্গ ভয়ঙ্কর

দার্জিলিং জমজমাট-এর পর ফেলুদা সিরিজ নিয়ে সৃজিত মুখোপাধ্যায় ফের ফিরতে চলেছে এটা আগেই জানা ছিল সকলের। এবারের চমক ভূস্বর্গ ভয়ঙ্কর। ইতিমধ্যে ফেলুদা ওরফে টোটা রায়চৌধুরীকে নিয়ে এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে।

ইন্দুবালা ভাতের হোটেল

হইচই সিরিজের ষষ্ঠতম বর্ষের চমক কিন্তু এটাই। এই প্রথমবার ‌ওয়েব সিরিজে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কল্লোল লাহিড়ির 'ইন্দুবালা ভাতের হোটেল' উপন্যাস নিয়েই এই সিরিজ আনছেন দেবালয় ভট্টাচার্য। এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে ৭৫ বছরের এক বিধবা মহিলার চরিত্রে। এই সিরিজ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

ডিএম মল্লিকা

পরিচালক রাজ চক্রবর্তী '‌ডিএম মল্লিকা'‌র মাধ্যমে ওয়েব সিরিজে ডেবিউ করছেন। তবে এই সিরিজের মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও খোলসা করা হয়নি। এক নারীর রাজনীতির সফর নিয়েই এই সিরিজ বলে জানা গিয়েছে।

শ্রীকান্ত ২

শনি ঘোষ রায়ের হাত ধরে ফের হইচইতে আসতে চলেছে শ্রীকান্ত-এর দ্বিতীয় সিরিজ। এখানেও ঋষভ বসু, সোহিনী সরকার ও মধুমিতা সরকারকে দেখতে পাওয়া যাবে।

ত্রৈলোক্য

বাঙালী মহিলা সিরিয়ল কিলারের গল্প বলবে '‌ত্রৈলোক্য'‌। লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের '‌রাঢ় কাহিনী'‌ অবলম্বনে তৈরি এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল। তবে এই মহিলা সিরিয়াল কিলারে কাকে দেখা যাবে সেটা পরিচালক বলেননি।


ORS and Glucose Drink | গরমে উপকারের বদলে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ওআরএস-গ্লুকোজ! জানুন কতটা খেলে শরীর সুস্থ্য থাকবে?
Tan Removal Pack | ট্যান দূর না করলে ত্বক পুড়ে কালো তো হবেই, সঙ্গে হতে পারে ত্বকের নানা সমস্যাও! দেখুন বাড়িতে কীভাবে বানাবেন ট্যান রিমুভ্যাল প্যাক!
Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
অগ্নুৎপাত নিকারাগুয়ায়, বছরের শুরুতেই পরপর দুবার অগ্নুৎপাতের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ