ফের সস্তা হল সরষের তেলের দাম! নতুন দাম কত ধার্য করা হয়েছে জেনে নিন

Sunday, April 3 2022, 2:50 pm
highlightKey Highlights

দিল্লিতে ইতিমধ্যেই সরষের তেল ও সয়াবিন, পামোলিন -সহ অন্যান্য তেল এবং তৈলজাত সামগ্রীর দাম সস্তা হয়েছে।


বিভিন্ন বাজারে সর্ষের যোগান বৃদ্ধি হয়েছে৷ টন টন সরষের যোগান বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে গত শনিবার তা আরও বেড়েছে৷ সরষের দাম ক্যুইন্টাল প্রতি ২৫ টাকা করে সস্তা হয়েছে ৷ এরফলে কমতে চলেছে সরষের তেলের দাম ও। 

মধ্যবিত্তের জন্য বড় খবর, ফের কমেছে ভোজ্যতেলের দাম

সরষের তেলের দামে ৫০ টাকারও বেশি পতন হয়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করেন আগামী দিনে সরষের তেলের দামের পতন চলতেই থাকবে৷ শুধুই সরষের দামে পতন হয়নি পতন হয়েছে বাদামের দামেও৷ পাইকারী দামেও হ্রাস পেয়েছে বাদামের দাম ৷

Trending Updates
এক নজরে দেখে নেওয়া যাক তেলের দাম গুলি

সরষের দাম ৭,৫০০ টাকা থেকে ৭,৫৫০ টাকা ৷ বাদাম ৬,৭২৫ টাকা থেকে ৬,৮২০ টাকা ৷ বাদাম তেলের সরবরাহ (গুজরাত) ১৫,৭৫০ টাকা ৷ রিফাইন্ড বাদাম তেলের দাম ২,৬১০ টাকা থেকে ২,৮০০ টাকা টিন প্রতি দর ৷ সরষের তেল দাদরি ১৫,০০০ টাকা ক্যুইন্টাল প্রতি দাম, সরষের তেলের পাক্কি ঘানি ২,৩৭৫ টাকা থেকে ২,৪৫০ টাকা ৷ কাচ্চিঘানি সরষের মূল্য ২,৪২৫ টাকা থেকে ২,৫২৫ টাকা, তিলের তেলের ডেলিভারি ১৭,০০০ টাকা থেকে ১৮,৫০০ টাকা ৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File