ভোজ্য তেলের বিষয়ে কেন্দ্রের বিশাল পদক্ষেপ! তুমুল দাম কমবে? জোর জল্পনা!

Saturday, May 28 2022, 2:21 pm
highlightKey Highlights

সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। সাধারণ মানুষের জন্য সুখবর কারণ ভোজ্য তেল বা তৈলবীজের দাম সস্তা হয়েছে৷


ভোজ্য তেলের দামে যাতে কোনও ভাবেই কালো বাজারী রুখতে রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশে এফসিআইয়ের পক্ষ থেকে অভিযান করা হয়েছিল৷ এই অভিযানের ফলে জানতে পারা গিয়েছে যে বেশ কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্র আটকে রেখে কৃত্রিম চাহিদার সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায়৷ যার ফলে ক্রমেই বাড়তে শুরু করেছে জিনিসপত্রের দাম৷

সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের দামে রাশ টানার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার

মোদি সরকারের পক্ষ থেকে বার্ষিক ২০ লক্ষ টন কাঁচা সয়াবিন ও সূর্যমুখী তেলের উপরে কাস্টম ডিউটি ও এগরিকালচারাল সেস মার্চ ২০২৪ পর্যন্ত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের পরে ভোজ্য তেলের দাম সস্তা করার আশা করা হচ্ছে ৷

Trending Updates

অর্থমন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছিল বার্ষিক ২০ লক্ষ টন কাঁচা সয়াবিন ও সূর্যমু্খী তেল অর্থবর্ষ ২০২২-২৩ ও ২০২৩-২৪ পর্যন্ত কাস্টমস ডিউটি আরোপ করা হবেনা৷ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ইম্পোর্ট ডিউটিতে ছাড়ের ফলে ঘরোয়া দামে পতন হয়েছে ও মদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে সাহায্য পাওয়া যাবে৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File