ব্যাঙ্কিং ব্যবসা

2000 Rupee Note | বাড়িতে বসেই করুন নোট বদল! এবার ২০০০ টাকার নোট বদলে দেবে অ্যামাজন!

2000 Rupee Note | বাড়িতে বসেই করুন নোট বদল! এবার ২০০০ টাকার নোট বদলে দেবে অ্যামাজন!
Key Highlights

বাড়িতে বসেই সহজে নোট বদল করুন অ্যামাজনের সাহায্যে। এক মাসে বদলাতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত।

২০০০ টাকার নোট বাটিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India )। ৩০সে সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার টাকার নোট বদলের সময় সীমা বেঁধে দেয় আরবিআই (RBI)। ফলে নোট বদল নিয়ে বেশ চিন্তায় পরে গিয়েছেন ভারতের অসংখ্য জনতা। সেপ্টেম্বর মাসের আগে এই নোট বৈধ হলেও অনেক জায়গাতেই নেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়েই তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এবার এই জ্বালা যন্ত্রনা দূর করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অ্যামাজন (Amazon)।

বিশ্বখ্যাত ই-কমার্স সংস্থা (E-Commerce Company), অ্যামাজনের পক্ষ থেকে আনা হয়েছে নতুন স্কিম। যার সাহায্যে আপনি বাড়িতে বসেই ২০০০ টাকার নোট বদল করতে পারবেন (Exchange 2000 Rupee Note)। অ্যামাজন জানিয়েছে,  অ্যামাজন-পে ক্যাশ লোড সিস্টেম (Amazon-Pay Cash Load System) দ্বারা একজন ব্যবহারকারী বাড়িতে বসে ২ হাজার টাকার নোট এই ই-কমার্স সংস্থায় জমা দিতে পারবেন। আর তার বদলে সেই টাকা জমা হবে ওই ব্যক্তির অ্যামাজন অ্যামাজন-পে ক্যাশে (Amazon-Pay Cash)। তবে এই স্কিম দ্বারা একজন ব্যক্তি এক মাসে কেবল ৫০ হাজার টাকা পর্যন্তই টাকা জমা করতে পারবেন অ্যামাজন কাছে।

জানা গিয়েছে, অ্যামাজনে একজন ব্যক্তি যত টাকা জমা দেবেন ঠিক সেই পরিমাণ টাকাই তার অ্যামাজন-পে ক্যাশ ওয়ালেটে (Amazon-Pay Cash Wallet) জমা পড়বে। ই-কমার্স সংস্থায় থাকা এই টাকা দিয়ে ওই ব্যক্তি অ্যামাজন থেকে অনালাইনে কেনাকাটা করা, বিভিন্ন দোকানে কিউআর কোড স্ক্যান (QR Code Scan) করে টাকা দেওয়ার মতো সুবিধা পাবেন। এমনকি এই টাকা ওই ব্যক্তি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা এবং আত্মীয়-বন্ধুদেরও পাঠানোর সুযোগ পেয়ে যাবেন।

 অ্যামাজনের সাহায্যে কীভাবে বদলাবেন ২০০০ টাকার নোট? | How To Change 2000 Rupee Notes Via Amazon?

অ্যামাজনের সাহায্যে বাড়িতে বসে ২ হাজার টাকা নোট বদল করতে হলে আপনাকে কিছু পদক্ষেপ মানতে হবে।

  • প্রথমে, আপনাকে অ্যামাজন থেকে যে কোনও জিনিস অর্ডার করতে হবে। তখন দেখতে হবে সেই জিনিসটি অ্যামাজন ক্যাশ লোডের (Amazon Cash Load) জন্য উপযুক্ত কিনা।
  • এরপর, সেই অর্ডার ডেলিভারির (Delivery) সময় আপনি ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন।
  • ২০০০ টাকার নোট বদল করতে হলে। অর্ডার দিয়ে চেক আউটের (Check Out) সময় ‘ক্যাশ অন ডেলিভারি’ (Cash On Delivery) অপশন বেছে নিতে হবে। পরে অর্ডারটি নিশ্চিত হলে যখন সেটি আপনার দেওয়া ঠিকানায় ডেলিভারির জন্য আসবে তখন ডেলিভারি বয়কে ২ হাজার টাকার নোটটি দিয়ে দিন।
  • ২ হাজার টাকার নোট দেওয়ার পর ডেলিভারি বয় সমপরিমাণ টাকা আপনার অ্যামাজন পে (Amazon Pay) ব্যালান্স অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন।

অ্যামাজন মারফত ২ হাজার টাকার নোট ডেলিভারি বয়কে দেওয়া পর, তিনি থাকতেই আপনার অ্যামাজন ওয়ালেটে  টাকা ঢুকেছে কি না তা দেখতে ভুলবেন না।

প্রসঙ্গত, ইতিমধ্যেই অনেকে ২হাজার টাকার নোট জমা দিয়েছে ব্যাঙ্কে। ধীরে ধীরে বাজার থেকে ব্যাঙ্কে ফিরে আসছে ২০০০ টাকার নোট। আরবিয়াইয়ের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১.৮০ লক্ষ কোটি টাকা ‘নোট’ আকারে ফিরে এসেছে, যার মধ্যে বাজারে ফিরে গিয়েছে ৮৩ হাজার কোটি টাকারও বেশি নোট। তবে এই পরিমাণ শুনে অনেকেই অবাক হয়েছে। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, ব্যাঙ্কে আসা বিশাল পরিমাণ টাকা ২০০০ টাকার নোটে নয়, ছোট নোটের আকারে বাজারে ফিরে গিয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, গত ২রা জুন পর্যন্ত ২০০০ টাকার নোট আকারে ব্যাঙ্কগুলিতে ১.৮০ লক্ষ কোটি টাকা এসেছে, যা মোট টাকার প্রায় ৫০ শতাংশ । এই অঙ্কের পরিবর্তে ৮৩ ২৪২ কোটি টাকা ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোটে বাজারে ফিরে গিয়েছে।


Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Adani-Bangladesh | বকেয়া টাকা মেটাচ্ছে ইউনূসের সরকার, ফের বাংলাদেশে পুরোদস্তুর বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি গোষ্ঠী!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
Health Drink for Adults and Kids | পুষ্টির জন্য বাজার থেকে কিনে নয়, বরং বাড়িতেই হেলথ ড্রিংক বানিয়ে খান!
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]