হলমার্ক বাধ্যতামূলক করা হল সোনার গয়নার ক্ষেত্রে, না থাকলেই দিতে হবে জরিমানা
Wednesday, June 16 2021, 10:51 am

১৬ই জুন থেকে বেশ কিছু জায়গায় সোনার গয়নার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল হলমার্ক। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সোনার মান আগের তুলনায় আরো ভালো হবে। তবে এই নিয়ম সকল সোনার ব্যাবসায়ীদের জন্য না, যে ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভার ৪০ লাখ টাকার কম তাঁদের হলমার্কের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও ঘড়ি, পেন এবং বিশেষ ধরনের গয়নাকে বাদ রাখা হয়েছে বাধ্যতামূলকভাবে হলমার্কিংয়ের থেকে।
- Related topics -
- অর্থনৈতিক
- সোনা
- হলমার্ক
- ব্যবসা বাণিজ্য
- নতুন নিয়ম