SSKM Hospital | ইতিহাস গড়তে চলেছে এসএসকেএম, টানা ছ'দিন ধরে চলবে ৩০০টি গলব্লাডার স্টোন অপারেশন

Friday, January 31 2025, 5:55 pm
highlightKey Highlights

গল ব্লাডার স্টোন অপারেশনে বড়সড় পদক্ষেপ এসএসকেএম হাসপাতালের। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি হাসপাতালের 'সার্জিক্যাল' বিভাগের মূল অপারেশন থিয়েটারে শুধুমাত্র গলব্লাডার স্টোন অপারেশন করা হবে।


নয়া নজির গড়তে চলেছে এসএসকেএম হাসপাতাল। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি টানা ছদিন ধরে হাসপাতালের 'সার্জিক্যাল' বিভাগের অপারেশন থিয়েটারে শুধুমাত্র গলব্লাডার স্টোন অপারেশন করা হবে বলে জানিয়েছে কতৃপক্ষ। এই পাইলট প্রজেক্টটির পরিকল্পনা করেছেন এসএসকেএমএর ডিরেক্টর অধ্যাপক ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়। দায়িত্বে থাকবেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অভিমন্যু বসু সহ মোট ৩০ জনের একটি দল। সকাল ‌৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত চলবে অপারেশন। তাঁদের টার্গেট ২৫০ থেকে ৩০০ গলব্লাডার স্টোন অপারেশন করা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File