IIM Joka | IIM জোকায় ধর্ষণের ঘটনায় নয়া মোড়, তদন্তে অসহযোগিতা অভিযোগকারিনীর

Saturday, July 12 2025, 2:38 pm
IIM Joka | IIM জোকায় ধর্ষণের ঘটনায় নয়া মোড়, তদন্তে অসহযোগিতা অভিযোগকারিনীর
highlightKey Highlights

IIM জোকার ছাত্রদের হস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের ঘটনায় নয়া মোড়। অসহযোগিতার অভিযোগ খোদ অভিযোগকারিনীর বিরুদ্ধে।


IIM জোকায় ছাত্রদের হস্টেলে বহিরাগত তরুণীকে ধর্ষণের তদন্তে অসহযোগিতার অভিযোগ খোদ অভিযোগকারিনীর বিরুদ্ধে। শনিবার দুপুরে অভিযোগকারিনীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেডিকেল পরীক্ষা করতে দিতে অস্বীকার করেন অভিযোগকারিনী। দিতে চাননি পরনের কাপড়, মোবাইল ফোনও। এদিকে শনিবার তরুণীর বাবা সংবাদমাধ্যমে জানান তাঁর মেয়ের সঙ্গে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। পুলিশের অভিযোগপত্র তাঁর মেয়ের লেখা নয়। সেটি তাঁর মেয়েকে দিয়ে সই করানো হয়েছে। কেন্দ্রীয় সংস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে তাঁর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File