দেশ

Earthquake | দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী দিল্লি! প্রভাব উত্তর ভারত-সহ পাকিস্তান ও চীনেও!

Earthquake | দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী দিল্লি! প্রভাব উত্তর ভারত-সহ পাকিস্তান ও চীনেও!
Key Highlights

মঙ্গলবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি-সহ উত্তর ভারতের অনেকাংশ। ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। চলতি বছর ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা।

আজ অর্থাৎ ১৩ই জুন মঙ্গলবার ভোর দুপুরে ভূকম্পে কেঁপে উঠলো দিল্লি-সহ ভূকম্পন অনুভূত হয় পঞ্জাব,হরিয়ানা ও উত্তর ভারতের অনেকাংশে । ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (European Mediterranean Seismological Center) সূত্রে খবর, এদিন ভূমিকম্পের (Earthquake) রিখটার স্কেলে (Richter Scale) মাত্রা ছিল ৫.৪। প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করা যায় রাজধানী দিল্লিতে (Delhi)।

এদিন দুপুর দেড়টা নাগাদ এই ভূমিকম্প শুরু হয় যা বজায় থাকে প্রায় ১০ সেকেন্ড। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি (EMSC) জানিয়েছে, এদিন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডা (Doda) জেলার গান্দোহ ভালেসা (Gandoh Walesa) গ্রামের কাছে একটি ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যদিও রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এই কম্পন জোরালো থেকে মাঝারি অনুভূত হয় দিল্লির পাশাপাশি, পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), হিমাচল প্রদেশ-সহ (Himachal Pradesh) উত্তর ভারতের (North India) একাধিক রাজ্যেই।

সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের (Kishtwar) ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং  মাটি থেকে ৬ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয় এই ভূমিকম্পের। প্রায় ১০ সেকেন্ড ধরে ভূমিকম্প হলেও, দিল্লি, হরিয়ানা এবং পঞ্জাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ জনগণ। এমনকি দিল্লি এলাকার একাধিক মানুষ ভূমিকম্পের সময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায়  (Social Media) প্রকাশ করে ভাগ করে নেন তাদের অভিজ্ঞতা। পোস্টে (Post) দেখা যায় তাদের আতঙ্কও। ভিডিও গুলিতে দেখা যায়, ভূমিকম্পের প্রভাবে ঝাড়বাতি, সিলিং ফ্যান, জলের গ্লাস প্রবলভাবে দুলতে শুরু করে।

 উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূকম্প (Earthquake) অনুভূত হয়। যেমন, ২১ সে মার্চ ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান (Afghanistan)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, আফগানিস্তানের ফয়জাবাদে (Faizabad) রাত ১০টায় রিখটার স্কেলে প্রায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের প্রভাব অনুভূত করা যায় পাকিস্তান (Pakistan) এবং জম্মু ও কাশ্মীর (Jammu-Kashmir), পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য জুড়ে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঘন ঘন কম্পন এবং ভূমিকম্প হতে পারে ভারতের একাধিক এলাকায়। বিশেষত ভূমিকম্পের শিকার হতে পারে হিমালয় অঞ্চলের রাজ্যগুলি। যার ফলে ইতিমধ্যেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করে জানায়, মঙ্গলবার ৫.৪ মাত্রার ভূমিকম্পটি জম্মু ও কাশ্মীরের ডোডায় মাটির ৬ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল। ফলে এর জেরে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই কম্পন অনুভূব করা যায় ভারত (India) ছাড়াও পাকিস্তানের লাহোর (Lahore, Pakistan) এবং চীনের (China) কিছু অংশে। এছাড়াও, এদিন কেবল দুপুরেই নয়, মঙ্গলবার ভোরেও মায়ানমারে (Myanmar) আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩.৭। জানা গিয়েছে, এদিন ভোর ২টো বেজে ৫৩ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয় এই ভূমিকম্পের।


Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
India vs Malaysia | আজ মুখোমুখি ভারত ও মালয়েশিয়া! কেন গুরুত্বপূর্ণ ফিফা ফ্রেন্ডলির এই ফুটবল ম্যাচ?
Supreme Court | নেতাজির রহস্য উন্মোচন করা হোক! মামলা খারিজ করে সুপ্রিম কোর্টের বক্তব্য ‘সব রোগের ওষুধ সুপ্রিম কোর্টের নেই’
Kolkata Weather Update । আজ সারাদিন কেমন থাকবে শহর কলকাতা আবহাওয়া? দেখে নিন এক নজরে
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali