SSC | সেপ্টেম্বরেই নবম-দশম-একাদশ-দ্বাদ্বশ নিয়োগের পরীক্ষা, ইন্টারভিউ কবে?জানালো এসএসসি

Friday, May 30 2025, 3:30 am
SSC | সেপ্টেম্বরেই নবম-দশম-একাদশ-দ্বাদ্বশ নিয়োগের পরীক্ষা, ইন্টারভিউ কবে?জানালো এসএসসি
highlightKey Highlights

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই হবে এসএসসি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদ্বশ শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা৷


নবম, দশম, দ্বাদশ এবং একাদশ শ্রেণীর নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো এসএসসি। বৃহস্পতিবার রাতেই বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন জানালো আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই হবে পরীক্ষা। ফলপ্রকাশের পর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ অবধি ইন্টারভিউ নেওয়া হবে। প্যানেল প্রকাশিত হবে ২৪এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯এ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ বছর বা তার বেশি শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকলে মিলবে ১০ নম্বর। ক্লাস নেওয়ার ক্ষমতার ওপর ১০ নম্বর থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File