Sunny Deol-Diljit Dosanjh | ‘বর্ডার ২’-তে সানি পাজি'র সাথে স্ক্রিন শেয়ার করছেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ!

Friday, May 30 2025, 4:27 am
Sunny Deol-Diljit Dosanjh | ‘বর্ডার ২’-তে সানি পাজি'র সাথে স্ক্রিন শেয়ার করছেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ!
highlightKey Highlights

বহু প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার ২’-এর শুটিং শুরু করতে চলেছেন দিলজিৎ দোসাঞ্জ। সানি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে গায়ককে।


বানানো হচ্ছে ১৯৯৭ সালের ব্লকবাস্টার সিনেমা ‘বর্ডার’ এর সিক্যুয়েল ‘বর্ডার ২’। ১৯৭১ সালের ভারত ও পাকিস্তান যুদ্ধের গল্প ফুটিয়ে তোলা হবে পর্দায়। নামভূমিকায় থাকছেন সানি দেওল। দর্শকদের জন্যে বড়ো চমক। সিনেমায় সানি দেওলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ভারতীয় বিমান বাহিনীর অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’এ অভিনয় করছেন বরুন ধাওয়ান, অহন শেট্টিও। ১০ই জুন থেকে শুটিং শুরু করছেন দিলজিৎ। সিনেমাটি আগামী বছর ২৩ জানুয়ারি মুক্তি পাবে বলে অনুমান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File