রাজ্য

WB E-tendering: সর্বনিম্ন ১ লাখ টাকার কাজেও বাধ্যতামূলক ই-টেন্ডারিং!

WB E-tendering: সর্বনিম্ন ১ লাখ টাকার কাজেও বাধ্যতামূলক ই-টেন্ডারিং!
Key Highlights

পশ্চিমবঙ্গের যে কোনও সরকারি কাজ এক লাখ টাকা বা তার উপরে যে কোনও কাজ করাতে চাইলেও তার ই-টেন্ডারিং করা বাধ্যতামূলক। সরকারি কাজে ঠিকাদারি নিয়ে দলবাজি ও দুর্নীতি বন্ধে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৭শে জুলাই, বুধবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সরকারি দফতর ছাড়াও রাজ্যের সকল স্বশাসিত সংস্থা, আন্ডারটেকিং, বিভিন্ন দফতরের অধীনে থাকা বিধিবদ্ধ সংস্থা, উন্নয়ন পর্ষদগুলিকে এই নীতি বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।

আইনি গেরোয় আটকা পড়ার আশঙ্কায় রাজ্য সরকারের একাধিক দফতর বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের অধীনে থাকা বিধিবদ্ধ সংস্থা বা ডেভেলপমেন্ট অথরিটিকে হাতিয়ার করে। অনেক ক্ষেত্রেই এতে মর্জি মাফিক টেন্ডার করে পছন্দের ঠিকাদার নিয়োগ করা হয় বলে অভিযোগ।

সূত্রের খবর, এই ভাবে সরকারি অর্থ অপচয়ের নজিরও রয়েছে। আর্থিক সঙ্কটের মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার এ বার অপচয় নিয়ন্ত্রণে ই-টেন্ডারিংয়ের নামে কাজের পদ্ধতি বদল করল। যাতে অল্প টাকার কাজেও নির্দিষ্ট পদ্ধতি মেনে ঠিকাদার নিয়োগ করা হয়, তার জন্য এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, রাজ্যে প্রথম ই-টেন্ডারিং ব্যবস্থা শুরু হয়েছিল ২০১২ সালে, পূর্ত দফতরে। একদম শুরুতে ৫০ লাখ টাকা বা তার বেশি অঙ্কের কাজের জন্য ই-টেন্ডারিং করে ঠিকাদার নিয়োগ করা হতো। পরের বছর অবশ্য তা সংশোধন করে ৫০ থেকে ৫-এ এসে পৌঁছয়; অর্থাৎ পাঁচ লাখ টাকা বা তার বেশি অঙ্কের কাজে ই-টেন্ডারিং ব্যবস্থা চালু হয়।

এর পর দেখা যাচ্ছিল, বেশ কয়েকটি দপ্তর ই-টেন্ডারিং এড়াতে পাঁচ লাখ টাকার কাজকেই কয়েকটি ভাগে ভাগ করে পছন্দের ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছে। বহু পঞ্চায়েত ও পুরসভাও এই নীতি মানছিল না বলে নবান্ন সূত্রের খবর। এখন তাদের সবাইকে নিয়ন্ত্রণে আনতে সব কাজই ই-টেন্ডারিংয়ের মাধ্যমে হবে।


AR Rahman | সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিবাহ বিচ্ছেদ! দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতির ঘোষণা করলেন সায়রা বানু
Bihar Blackmagic | নিজের সন্তানকে 'বলি' দিয়ে হৃদপিন্ড বের করে খেলেন মা! 'পৈশাচিক' কান্ড ঘটিয়ে বাড়ি ফেরেন একেবারে উলঙ্গ হয়ে
Uma Dasgupta | প্রয়াত ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’! অভিনেত্রী উমা দাশগুপ্তের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ
IND vs SA । পরপর ৩ বার জয়ের মুকুট ভারতের মাথায়, অর্শদীপ বরুন হার্দিক ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
India vs South Africa T20 । সঞ্জু তিলক ঝড়ে কার্যত উড়ে গেলো প্রোটিয়া শিবির, টি২০ সিরিজের ৪র্থ ম্যাচে রানের বর্ষা দুই তরুণ তুর্কির
‘বিদ্রোহী কবি’ ~ কাজী নজরুল ইসলাম | Biography of Kazi Nazrul Islam
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali