Shimla Tunnel | শিমলায় ভূমিধসের জেরে ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ সুড়ঙ্গ! খননকাজের সময়ই পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে

Tuesday, August 13 2024, 11:17 am
Shimla Tunnel | শিমলায় ভূমিধসের জেরে ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ সুড়ঙ্গ! খননকাজের সময়ই পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে
highlightKey Highlights

শিমলায় ভূমিধসের জেরে ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ সুড়ঙ্গ। হিমাচল প্রদেশের শিমলার সানজাউলিতে এই ঘটনাটি ঘটেছে।


শিমলায় ভূমিধসের জেরে ভেঙ্গে পড়ল নির্মীয়মাণ সুড়ঙ্গ। হিমাচল প্রদেশের শিমলার সানজাউলিতে এই ঘটনাটি ঘটেছে। কৈঠলিঘাট থেকে ঢালি পর্যন্ত চার লেনের রাস্তা তৈরি হচ্ছিল কালকা-শিমলা জাতীয় সড়কে। পারওয়ানু থেকে শিমলা পর্যন্ত চার লেনের রাস্তা তৈরির কাজ চলছিল। এই ঘটনার জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, ৪০০ মিটার সুড়ঙ্গের খননকার্য চালাচ্ছিল ন্যাশনাল হাইওয়ে অথারিটি অফ ইন্ডিয়া। এই খননকাজের সময়ই পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট