Wrestlers Protest | ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে কুস্তিগীরদের দায়ের পকসো আইনের এফআইআর খারিজ!

Thursday, June 15 2023, 9:14 am
highlightKey Highlights

পাওয়া যায়নি পর্যাপ্ত প্রমাণ। বৃহস্পতিবার ব্রিজভূষণের বিরুদ্ধে দায়ের পকসো আইনের এফআইআর খারিজ করার আবেদন দিল্লি পুলিশের।


পকসো আইনে (POCSO Act) দায়ের হওয়া মামলা থেকে ভারতীয় কুস্তি ফেডারেশনের (Indian Wrestling Federation) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ  শরণ সিংহ-এর (Brijbhushan Sharan Singh) মুক্তির আবেদন দিল্লি পুলিশের। পর্যাপ্ত প্রমাণের অভাবে শিশুদের সুরক্ষা আইনের আওতায় যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তিগীরদের দ্বারা রুজু করা মামলা বাতিল করার আবেদন জানালো দিল্লি পুলিশ (Delhi Police)।

 ব্রিজভূষণ  শরণ সিংহ-এর বিরুদ্ধে আইনের এফআইআর খারিজ করার আবেদন
 ব্রিজভূষণ শরণ সিংহ-এর বিরুদ্ধে আইনের এফআইআর খারিজ করার আবেদন

মাস কয়েক ধরেই সাক্ষী মালিক (Sakshi Malik), বজরং পুনিয়া (Bajrang Punia) সহ ভারতের একাধিক আন্তর্জাতিক স্তরের পদক জয়ী কুস্তিগীরদের আন্দোলনে তোলপাড় হয়ে ওঠে গোটা ভারত। কুস্তিগীরদের আন্দোলনের প্রভাব পরে গোটা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও। তাদের অভিযোগ ছিল, ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ একাধিক কুস্তিগীরকে যৌন হেনস্থা করেছেন। একাধিক যৌন হেনস্থার অভিযোগ থাকলেও, মূলত এক নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয় পরিস্থিতি। এমনকি আলাদা করে নাবালিকা কুস্তিগীরের বয়ানের ভিত্তিতে পকসো এফআইআর দায়ের করা হয় ব্রিজভূষণের বিরুদ্ধে। পাশাপাশি প্রায় ৪০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) চলে কুস্তিগীরদের অবস্থান বিক্ষোভও।

Trending Updates
 প্রায় ৪০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ চলে কুস্তিগীরদের
 প্রায় ৪০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ চলে কুস্তিগীরদের

বহু কাঠখড় পুড়িয়ে, পুলিশদের সঙ্গে ধস্তাধস্তির মতো ঘটনার শিকার হয়ে, অলিম্পিক (Olympics) সহ আন্তর্জাতিক স্তরে জয়ী নানান পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অবশেষে এই মামলা নিয়ে আইনি পথে হাঁটা শুরু করে দিল্লি পুলিশ। এরপর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত কুস্তিগীরদের অনুরাগ ঠাকুর (Anurag Thakur) কথা দেন আজ অর্থাৎ ১৫ই জুন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট দেবে দিল্লি পুলিশের। সেই মতো এদিন পাটিয়ালা হাউস কোর্টে (Patiala House Court) চার্জশিটও পেশ করা হয়। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে পকসো আইন থেকে ব্রিজভূষণকে রেহাই দেওয়ার আবেদন করেন দিল্লি পুলিশের কর্তারা।

কুস্তিগীরদের সঙ্গে দেখা করে ১৫ই জুন পর্যন্ত তাদের প্রতিবাদ বন্ধ করার আবেদন করেন  অনুরাগ ঠাকুর
কুস্তিগীরদের সঙ্গে দেখা করে ১৫ই জুন পর্যন্ত তাদের প্রতিবাদ বন্ধ করার আবেদন করেন  অনুরাগ ঠাকুর

সূত্রের খবর, এদিন পাতিয়ালা হাউস কোর্টে দিল্লি পুলিশের পক্ষ থেকে ৫০০ পাতার চার্জশিট পেশ করা হয়। সেই রিপোর্টে নাবালিকা কুস্তিগীর, তার বাবা, অভিযোগকারী, ব্রিজভূষণ এবং অন্যান্য সাক্ষীদের বক্তব্য উল্লেখ করা হয়েছে। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়, এই তদন্তে ব্রিজভূষণের বিরুদ্ধে যথেষ্ট প্রমান পাওয়া যায়নি। ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে তদন্ত শেষ হওয়ার পর পুলিশ ১৭৩ সিআরপিসি ধারায় (Section 173 CrPC ) আদালতের কাছে একটি রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্টে অভিযোগকারীর বক্তব্য শোনার পর পকসো আইনের মামলা বাতিলের অনুরোধ করে দিল্লি পুলিশ। তাছাড়াও, তদন্ত চলাকালীনই বয়ান পালটে ফেলেন নাবালিকার বাবা। তার ভিত্তিতেই পকসো অভিযোগ খারিজ করা যেতে পারে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

৫০০ পাতার চার্জশিট পেশ করে পকসো আইনের এফআইআর খারিজ করার আবেদন দিল্লি পুলিশের
৫০০ পাতার চার্জশিট পেশ করে পকসো আইনের এফআইআর খারিজ করার আবেদন দিল্লি পুলিশের

তবে আন্দোলনরত কুস্তিগীরদের এফআইআর-এর (FIR) ভিত্তিতে দিল্লি পুলিশ আইপিসি ৩৫৪ (IPC Section 354), ৩৫৪এ (IPC Section 354A), ৩৫৪ডি (IPC Section 354D) এবং আইপিসি ১০৯ (IPC Section 109), ৫০৬ (IPC Section 506) ধারায় অপরাধের জন্য চার্জশিট দাখিল করেছে ব্রিজভূষণের বিরুদ্ধে। পাশাপাশি, পকসো অভিযোগ আদৌ খারিজ হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরের শুনানিতে। অর্থাৎ এই সিদ্ধান্ত দ্বারা কেন্দ্র প্রমাণ করে দিল যে তাঁরা দু-পক্ষকেই খুশি রাখার নীতি অবলম্বন করতে চাইছে। এই মামলার পরবর্তী শুনানি ৪ই জুলাই হবে বলে জানানো হয়েছে।

ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের দাখিল করা অন্যান্য ধারার চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ
ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের দাখিল করা অন্যান্য ধারার চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ

উল্লেখ্য, ৭ই জুন অলিম্পিক পদক বিজয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের সঙ্গে দেখা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দেন ১৫ই জুনের মধ্যে এই মামলায় চার্জশিট পেশ করা হবে। যার ফলে ১৫ই জুন পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত রাখারও আবেদন করেন। তবে এদিনের পর কুস্তিগীরর ফের প্রতিবাদের রাস্তা বেছে নেবেন কি না সেই বিষয়েই চিন্তায় সম্পর্কিত মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File