Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?

Monday, April 29 2024, 11:28 am
highlightKey Highlights

বিশ্বের বৃহত্তম বিমানবন্দর গড়ার কথা ঘোষণা করলেন দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুম। জানা গিয়েছে, এই বিমানবন্দরটির নাম হতে চলেছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে থাকবে ২৬০ মিলিয়ন যাত্রিধারণ ক্ষমতা, ৪০০টি এয়ারক্র্যাফ্ট গেট।


বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়ে গোটা বিশ্বকে একের পর এক চমক দিচ্ছে মরুদেশ দুবাই। এবার বিশ্বের বৃহত্তম বিমানবন্দর (Largest airport in the world) গড়ার কথা ঘোষণা করলেন দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুম (Rashid Al Maktoum)। জানা গিয়েছে, এই বিমানবন্দরটির নাম হতে চলেছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (Al Maktoum International Airport)। প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে এই বিমানবন্দর তৈরী করা হবে। উল্লেখ্য, বৃহত্তম বিমানবন্দর অধীনে দৌড়ে পিছিয়ে নেই ভারতও। জেনে নেওয়া যাক বিশ্বের বৃহত্তম বিমানবন্দর (Largest airport in the world) আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের বৈশিষ্ট্য সম্পর্কে ও ভারতের বৃহত্তম বিমানবন্দর (Largest Airport in India) সম্পর্কেও।

আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর । Al Maktoum International Airport :

Trending Updates

সম্প্রতি রশিদ আল মাকতুম বিশ্বের বৃহত্তম বিমানবন্দর তৈরী করার প্রসঙ্গে বলেন যে, দুবাই বিশ্বের বিমানবন্দর, বন্দর, শহুরে কেন্দ্র এবং বিশ্বব্যাপী নতুন কেন্দ্র হতে চলেছে। নতুন এই বিমানবন্দর প্রকল্পের জন্য খরচ পড়বে প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে ৫টি সমান্তরাল রানওয়ে, ২৬০ মিলিয়ন যাত্রিধারণ ক্ষমতা এবং ৪০০টি এয়ারক্র্যাফ্ট গেট। পাশাপাশি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবথেকে বৃহত্তম ধারণক্ষমতাসম্পন্ন হতে চলেছে। বছরে প্রায় ২৬০ মিলিয়ন যাত্রিধারণ ক্ষমতা থাকবে এই বিমানবন্দরের। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ক্রিয়াকলাপ আগামী সময়ে নতুন বহু-বিলিয়ন ডলার প্রকল্পে রূপান্তরিত হবে।

উল্লেখ্যভাবে এই বিমানবন্দরে থাকবে ৪০০টি এয়ারক্র্যাফ্ট গেট এবং ৫টি সমান্তরাল রানওয়ে। এমনকী দুবাইয়ের অ্যাভিয়েশন সেক্টর প্রথম বারের জন্য নতুন অ্যাভিয়েশন টেকনোলজি দেখার সুযোগ পেতে চলেছে। এখানেই শেষ নয়, দুবাই সাউথে বিমানবন্দর সংলগ্ন এলাকায় রীতিমতো একটা গোটা শহর গড়ে তোলা হবে। কারণ উচ্চাকাঙ্ক্ষী এই প্রকল্পের কারণে লক্ষ লক্ষ মানুষের আবাসনের চাহিদাও বাড়বে।  লজিস্টিক এবং এয়ার ট্রান্সপোর্ট সেক্টরে এই বিমানবন্দরটি বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলিকে জায়গা করে দেবে। নতুন টার্মিনাল তৈরির জন্য খরচ পড়বে ১২৮ বিলিয়ন এইডি অর্থাৎ ৩৪.৮৫ বিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা।

ভারতের বৃহত্তম বিমানবন্দর । Largest Airport in India :

বৃহত্তম বিমানবন্দর অধীনে পিছিয়ে নেই ভারত। এখানে সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) দ্বারা পরিচালিত হয়। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর নিয়ন্ত্রণে ১৩৭টি বিমানবন্দর রয়েছে। তারা ভারতে সিভিল এভিয়েশন অবকাঠামো তৈরি, রক্ষণাবেক্ষণ, আপগ্রেডিং এবং পরিচালনা পরিচালনা করে। ভারতে বিমানবন্দরগুলি ভ্রমণ এবং বাণিজ্য সহজতর করতে, দেশের প্রধান শহর এবং প্রত্যন্ত অঞ্চলগুলির সাথে সংযোগ স্থাপনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের বৃহত্তম বিমানবন্দরগুলি জানান রাজ্যে, শহরে অবস্থিত। দেখে নেওয়া যাক দেশের বৃহত্তম বিমানবন্দরগুলির তালিকায় রয়েছে কোনগুলি।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর । Indira Gandhi International Airport :

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের সবথেকে বড় বিমানবন্দর। এটি নয়াদিল্লিতে ৫,১০৬ একর জমিতে অবস্থিত। এটি ভারতের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যেও একটি এবং এটি দেশের একটি প্রধান প্রবেশদ্বার হিসাবে কাজ করে। এখানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা পাওয়া যায়।

 ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর । Chhatrapati Shivaji Maharaj International Airport :

ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর যা মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। এটি মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। এই বিমানবন্দরটি পশ্চিম ভারতের প্রাথমিক আন্তর্জাতিক প্রবেশদ্বার এবং ভারতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি অপারেটিং টার্মিনাল রয়েছে এবং প্রতিদিন প্রায় ৯৫০টি বিমান চলাচল পরিচালনা করে।

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর । Kempegowda International Airport :

কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। এই বিমানবন্দরটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য একটি প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে, বিশেষ করে দক্ষিণ ভারতীয়দের জন্য। এটি শহরের কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা কেম্পে গৌড়া প্রথম এর নামানুসারে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর । Rajiv Gandhi International Airport :

রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তেলেঙ্গানার হায়দরাবাদে অবস্থিত। এই বিমানবন্দরটি দক্ষিণ ভারতের একটি প্রধান বিমান চলাচল কেন্দ্র হিসেবে কাজ করে। এটি ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে নামকরণ করা হয়েছে। ৫,৫০০ একর জমি জুড়ে এই বিমানবন্দরটি অবস্থিত। এটি হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (GHIAL), একটি পাবলিক-প্রাইভেট কনসোর্টিয়াম দ্বারা মালিকানাধীন এবং পরিচালিত।

চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর । Chennai International Airport :

চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত। এই বিমানবন্দরটি ভারতের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এটি শহরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। যাত্রী পরিবহনের ক্ষেত্রে এটি ভারতের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর । Netaji Subhash Chandra Bose International Airport :

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। এই বিমানবন্দরটি পূর্ব ভারত এবং আন্তর্জাতিক গন্তব্যগুলিতে ফ্লাইটের জন্য একটি প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে। এটি শহরের কেন্দ্র থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত, বিমানবন্দরটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ফ্লাইট পরিচালনা করে, যা কলকাতাকে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গার সঙ্গে সংযুক্ত করে।

সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর । Sardar Vallabhai Patel International Airport :

সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। এই বিমানবন্দরটি পশ্চিম ভারতে পরিষেবা প্রদান করে এবং এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের একটি প্রধান কেন্দ্র। এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) দ্বারা পরিচালিত হয়। বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নামে।

কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর । Cochin International Airport :

কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরটি কেরালার কোচিতে অবস্থিত। এই বিমানবন্দরটি কেরালা রাজ্যে পরিষেবা দেয় এবং এটি ভারতের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এই বিমানবন্দরটি  তিনটি যাত্রী টার্মিনাল এবং একটি কার্গো টার্মিনাল দ্বারা পরিচালনা করে।

প্রসঙ্গত, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি ২০২১ সালে বিশ্বের দ্বিতীয়-ব্যস্ত বিমানবন্দর হিসাবে স্থান লাভ করে। ২০২১ সালে একটি বিস্ময়কর ৬৫.৩ মিলিয়ন যাত্রী পরিচালনা করে। এছাড়াও ভারতের বাকি বিমানবন্দরগুলিও নানান দিক থেকে অনন্য।




Contents ( Show )

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File