RIP Dr. Sushovan Banerjee : প্রয়াত বীরভূমের 'এক টাকার ডাক্তার' পদ্মশ্রী ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়

Tuesday, July 26 2022, 9:54 am
highlightKey Highlights

বার্ধক্য জনিত রোগের কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি কেবলমাত্র এক টাকায় রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়েছেন বছরের পর বছর।


Dr. Sushovan Banerjee Passed Away: ফের বাংলায় নেমে এসেছে শোকের ছায়া। চলে গেলেন পদ্মশ্রী প্রাপ্ত বোলপুরের বিশিষ্ট জনদরদী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় । একসময় এই চিকিৎসক বোলপুরের বিধায়ক ছিলেন। বোলপুরে "এক টাকার ডাক্তার" নামেই খ্যাত ছিলেন তিনি। গরিব মানুষের সাহায্যার্থে এক টাকায় চিকিৎসা করতেন তিনি। 

চলতি বছরে দেশের যে সাত জন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জনের পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও নজির সৃষ্টি করার জন্য এমন রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত হয়েছেন। এমনই ১০২ জন পদ্মশ্রী (Padma Shri) প্রাপকদের মধ্যে ছিলেন বীরভূমের চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় (Sushovan Banerjee)। যিনি জীবনভর মাত্র এক টাকায় রোগীদের চিকিৎসা করে এই অনন্য সম্মান অর্জন করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ মারা যান। 

Trending Updates

তাঁর জনপ্রিয়তার, বীরভূমবাসীর মনে তাঁর বিশেষ জায়গা তৈরি হওয়ার পিছনে ছিল তাঁর একাধিক গুণ। খুব অসুবিধায় না পড়লে কোনও ভাবেই চিকিৎসা পরিষেবা বন্ধ রাখেননি চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। গত বছর এপ্রিল মাসে তিনি একবার করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় বেশ কয়েকদিন বন্ধ ছিল তার চেম্বার।

২০১৯ সালের জুন মাসে যখন এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা হয় সেই সময়ে রাজ্যজুড়ে চিকিৎসকেরা ধর্মঘটে সামিল হন। কিন্তু সুশোভন বন্দ্যোপাধ্যায় সেইসময় ধর্মঘটী চিকিৎসকদের পাশে থেকেও চিকিৎসা পরিষেবা বন্ধ রাখেননি একদিনও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File