কেন সম্পর্কে ইতি টানলেন দিব্যা ও বরুণ? | Varun-Divya

Monday, March 7 2022, 7:51 am
highlightKey Highlights

দীর্ঘ চার বছর সম্পর্কে থাকার পর আলাদা হয়ে গেলেন দুই তারকা দিব্যা আগরওয়াল (Divya Agarwal) ও বরুণ সুদ (Varun Sood) । রিয়ালিটি শো -'এস অফ স্পেস' (Ace Of Space)-এর সময় থেকে কাছাকাছি আসতে শুরু করেন তারা দুজনে। এতগুলো বছর এই তারকা জুটি একসঙ্গে কাটালেও শেষটা হয়তো ততটা মধুর হল না।


দিব্যা আগরওয়াল (Divya Agarwal), এম টিভি স্পিল্টসভিলা থেকে পরিচিতির আলোতে আসেন । সেখান থেকেই মডেলিং কেরিয়ার নয়া মোড় এই হট ডিভার। এবছর প্রথম ওটিটি বিগ বসের আসর বসে, সঞ্চালনায় ছিলেন করণ জোহার। প্রথম থেকেই দিব্যা (Divya Agarwal) ছিলেন লাইম লাইটে। শেষ মেষ দিব্যার (Divya Agarwal) হাতেই ওঠে বিগ বস ওটিটির (Bigg Boss Ott) ট্রফি। বিগ বসের পুরো জার্নিতে বার বার বরুণের নাম শোনা গিয়েছিল দিব্যার মুখে। এছাড়াও শো চলাকালীন বরুণ (Varun Sood) দেখা করতে আসেন বিদ্যার সঙ্গে। সম্প্রতি দিব্যার দিদি বিয়েত দেখা গিয়েছিল বরুণকে। যে কোন শো কিংবা অ্যাওয়ার্ড শোতে তাঁদের পিডিএ মোমেন্ট নজর কেড়েছিল দর্শকদের। দীর্ঘ চার বছর ধরে সম্পর্কে ছিলেন বরুণ-দিব্যা (Varun-Divya) । এবার সেই সম্পর্কে ইতি টানলেন তাঁরা।

দিব্যা আগরওয়াল | Divya Agarwal
দিব্যা আগরওয়াল | Divya Agarwal

জীবনটা একটা সার্কাস, সবাইকে খুশি রাখার চেষ্টা করেছি এটা জেনেও যে সবটা সত্যি নয়। কিন্তু, এটা হয় যখন নিজের প্রতি ভালোবাসায় পড়তে শুরু করে। আমি আমার সঙ্গে যা হয়েছে তার জন্য কাউকে দোষ দিচ্ছি না। আমি একটু নিজের মতো করে শ্বাস নিতে চাই বাঁচতে চাই।

দিব্যা আগরওয়াল (সোশ্যাল মিডিয়ায় পোস্ট)
Trending Updates
বরুণ সুদ (Varun Sood)
বরুণ সুদ (Varun Sood)

এরপর একে একে একাধিক শো-তে সকলের নজর কাড়ে সকলের। একটি শোতে দিব্যার নাম জড়ায় প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের যবনিকা পতন হয়। তারপর বরুণ সুদের (Varun Sood) সঙ্গেই রোম্যান্সে মত্ত ছিলেন দিব্যা। Ace Of Space শো চলাকালীন এক অপরের কাছাকাছি আসেন তাঁরা। কিন্তু হঠাৎ কী করণ ব্রেক আপের পথে হাঁটলেন এই জুটি তার কারণ এখনও জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File