Digital Payment Gateway | ডিজিটাল পেমেন্টস এ আস্তে চলেছে টাটা পেমেন্টস

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

একাধিক পেমেন্ট অ্যাগ্রিগেটরকে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য নীতিগতভাবে অনুমোদন দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফেরত পাঠানো হল অনেক আবেদনও।


৩০টিরও বেশি পেমেন্ট অ্যাগ্রিগেটরকে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য নীতিগতভাবে অনুমোদন দিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এছাড়াও ১৯টি নতুন সংস্থাকে আবেদনের জন্যও অনুমোদনে সায় দিলো আরবিআই।  যার মধ্যে রয়েছে গ্রো পে সার্ভিসেস (Groww Pay Services), টাটা পেমেন্ট (Tata Payments), জোহো জোহো-র (Zoho Zoho) মতো পেমেন্ট টেক।

প্রসঙ্গত, বর্তমানে অনলাইন পেমেন্ট অ্যাপ হিসেবে সব থেকে ব্যবহৃত হয় গুগুল পে (Google Pay ), ফোন পে (Phone Pay), পে টি এম (Paytm)। এবার সেই তালিকায় আসতে চলেছে গ্রো পে সার্ভিসেস, টাটা পেমেন্ট, জোহো জোহো-র মতো পেমেন্ট টেকও। ইতিমধ্যেই ভারতের নানান ধরণের ব্যবসায়ে খাতা খুলে সাফল্যের পাহাড়ের চূড়ায় রয়েছে টাটা কোম্পানি। এবার পেমেন্ট আপ গুলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে মাঠে নামতে চলেছে টাটা পেমেন্ট। 

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Trending Updates

অন্যদিকে, আবেদনে অনুমতি পাওয়া কোম্পানি গুলির মধ্যে রয়েছে জোহা জোহা-ও। জোহো কর্পোরেশন হল ভারতীয় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা কম্পিউটার সফটওয়্যার এবং ওয়েব-ভিত্তিক ব্যবসায়িক সরঞ্জাম তৈরি করে। পাশাপাশি একই তালিকায় রয়েছে গ্রো পে সার্ভিসেস, যা একটি আর্থিক পরিষেবার প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। 

এই প্রথমবার ভারতের ডিজিটাল এবং পেমেন্ট ল্যান্ডস্কেপের উন্নয়নগুলিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করার জন্য  তালিকা প্রকাশ করল আরবিআই। তবে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মনে রাখতে হবে, তাদের ২০০৭ সালের পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের ৭নং ধারা অনুযায়ী অনুমোদন পেতে হবে। তবে নীতিগত অনুমোদন পাওয়ার পর, সত্তাকে অবশ্যই একটি সিস্টেম অডিট রিপোর্ট (SAR) এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট-এর (CA) কাছ থেকে একটি শংসাপত্র নিয়ে আরবিআই-কে প্রদান করতে হবে। 

টাটা পেমেন্ট
টাটা পেমেন্ট

আরবিআই দ্বারা পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে পাইন ল্যাবস (Pine Labs), জম্যাটো (Zomato), আমাজন পে ইন্ডিয়া (Amazon Pay India), গুগুল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিস (Google India Digital Services), ক্যাশফ্রি পেমেন্টস (Cashfree Payments) প্রভৃতিকে। প্রসঙ্গত, পেইউ পেমেন্টস, পেটিএম পেমেন্ট সার্ভিসেস এবং ফ্রিচার্জ পেমেন্ট টেকনোলজির মতো বেশ কয়েক পিএগুলিকে  আবেদন ফেরত দিয়েছে আরবিআই। যদিও এই তিনটি সংস্থাকে ১২০ দিনের মধ্যে নতুন করে আবেদন করার অনুমতিও দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

পে টি এম
পে টি এম

পেমেন্ট এগ্রিগেটর কারা?

পেমেন্ট এগ্রিগেটররা হল মধ্যস্থতাকারী যারা অনলাইন বাণিজ্যিক লেনদেনে অর্থপ্রদানের সুবিধা দেয়। এই সংস্থাগুলি ই-কমার্স ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং বণিকদের অর্থপ্রদানের বাধ্যবাধকতাগুলি সম্পূর্ণ করার জন্য গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অর্থপ্রদানের উপকরণ গ্রহণ করে। পেমেন্ট এগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য প্রয়োজন লাইসেন্সের। আর এই লাইসেন্সের জন্য আরবিআই-এর কাছে আবেদন করতে হয় পেমেন্ট অ্যাগ্রিগেটরকে। তবে আরবিআই-এর নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে আবেদনের অবস্থা সম্পর্কে যোগাযোগ না করা পর্যন্ত পেমেন্ট অ্যাগ্রিগেটরদের তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি রয়েছে।

পেমেন্ট অ্যাগ্রিগেটর
পেমেন্ট অ্যাগ্রিগেটর

পেমেন্ট অ্যাগ্রিগেটররা পেমেন্টের বিভিন্ন মোড বান্ডিল করে এবং একটি কেন্দ্রীয় সমাধানে প্যাকেজিং করে ব্যবসায়ীদের পেমেন্ট-সম্পর্কিত পরিষেবা প্রদান করে। পিএগুলির পরিচালনা করার নির্দেশিকা আরবিআই প্রথম জারি করেছিল ২০২০ সালের মার্চ মাসে। পরে অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটরগুলিকে পরিচালনা করার নিয়মের আওতায়ে যুক্ত করা হয়  ২০২১ সালের মার্চ মাসে।

উল্লেখ্য, ৫০টিরও বেশি অ্যাপ্লিকেশনকে অনলাইন অ্যাগ্রিগেটর হিসাবে কাজ করার জন্য আবেদন ফেরত পাওয়ার পর ১৮০ দিনের মধ্যে অনলাইন পিএ কার্যকলাপ বন্ধ করার কথা ঘোষণা করে আরবিআই। এই অ্যাপ্লিকেশনগুলির মধ্যে রয়েছে, ওলা ফাইন্যান্সিয়াল সার্ভিস (Ola Financial Services), ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্প (Indian Railway Catering and Tourism Corp) বা আইআরসিটিসি (IRCTC) প্রভৃতি। এছাড়াও ফোনপে (Phone Pay), ইনষ্টামোজো (Insta mojo) এর মতো  ১৮টি পেমেন্ট অ্যাগ্রিগেটরদের অনলাইন পিএ বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File